হাওর বার্তা ডেস্কঃ ‘রাজনীতি’ ছবি মুক্তির আগে ভক্তদের সঙ্গে আজই ছিল অপু বিশ্বাসের শেষ দেখা। এরপর এভাবে আর ফেইসবুক লাইভে আসবেন না। তবে তিনি ভক্তদের জন্য একটি সুসংবাদ দিলেন।
নায়িকা অপু ঘোষণা করেন, এবারের ঈদে তার অভিনীত ছবি যদি সুপারহিট হয়, তাহলে তিনি ভক্তদের জন্য একটি পার্টি দেবেন। আর এ জন্য ফেইসবুকে তিনি ভক্তদের ঠিকানা দেবেন। তারপর সেখানে তাদের সঙ্গে আড্ডা দেবেন ও খাওয়া দাওয়া করবেন।
বুধবার ‘রাজনীতি’র নতুন একটি গানের মুক্তি উপলক্ষে ফেইসবুক লাইভে এসেছিলেন অপু।
সেখানে তিনি ভক্তদের উদ্দেশে বলেন, আমার এই সিনেমা হিট করানোর দায়িত্ব আপনাদের। যদি ছবিটি হিট হয়, তাহলে আমি ভক্তদের সঙ্গে দেখা করব। তাদের নিয়ে একটি গেট টুগেদারের আয়োজন করব।
আবারো চলচ্চিত্রে ফেরার অঙ্গীকার করে অপু জানান, স্বামী-সন্তান আমার একটা পরিবার। আর চলচ্চিত্র আমার আরেকটা পরিবার।
বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এই ছবিতে অপু জুটি বেঁধেছেন শাকিব খানের বিপরীতে।