হাওর বার্তা ডেস্কঃ বৃহত্তর ময়মনসিংহ সমিতির ইফতারের আয়োজনে প্রতিবারের মত এবারও সর্ব বৃহত্তর ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। মূলত ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতেই এ ইফতারের আয়োজন করা হয়।
এ সময় বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা , সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদ সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানকে সফল করায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার মাহফিলে বাংলাদেশ বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়াও ইফতার মাহফিলে সকল রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ উপস্থিতি ইফতার মাহফিলকে আরও প্রাণবন্ত করে তোলেন ।
এদিন ইফতারকে ঘিরে অসংখ্য মানুষ দাওযাতে আসেন ।
ইফতার পূর্ব মোনাজাতে সকল মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সকলে ইফতার শেষে সম্মিলিতভাবে মাগরিবের নামাজ আদায় করেন।