বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্যের মধ্যবর্তী নির্বাচনে তিন বাঙালি নারী পুনঃনির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভুত এ তিন বৃটিশ নাগরিক হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকী, রুপা হক ও রুশনারা আলী।
এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, জাতির পিতার নাতনি টিউলিপ সিদ্দিকীর জয়লাভ বাঙালি জাতির জন্য বিশেষ গর্বের ও অহংকারের। এছাড়া রুপা হক ও রুশনারা আলীর জয়লাভও বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে আরও বেশি উজ্জ্বল হয়েছে। এ তিন বাঙালি নারী পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশ তাদের নিয়ে গর্ব করতে পারে।
স্পিকার আরো বলেন, নির্বাচিত তিন বাঙালি নারী যুক্তরাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় করবে। বাসস