ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চমক নিয়ে আসছেন তানিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭
  • ৩০১ বার

টিভি মিডিয়ার প্রিয়দর্শিনী অভিনেত্রীদের একজন তানিয়া আহমেদ। নাটক, টেলিছবি এমনকি উপস্থাপনাতে যার সাবলীল পদচারণা রয়েছে। একই সঙ্গে রয়েছে ক্যামেরার পেছনে কাজ করার অভিজ্ঞতাও। নাটক তো নির্মাণ করেছেনই এরই মধ্যে, চলচ্চিত্র নির্মাতার তকমাও নামের পাশে জুড়েছেন তানিয়া আহমেদ। টিভি নাটকে দীর্ঘদিন পথচলা এ তারকা এখন পর্দায় কমই উপস্থিত হন। আর যে কারণে অনেকের ধারণা হয়েছে গেছে, তানিয়া কি ক্যামেরার পেছনেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন? অবশ্য তাদের সে ধারণা অনেকটাই ভুল। চলচ্চিত্র নির্মাণের পর খানিক বিরতি দিয়ে নতুন করে কাজ শুরু করেছেন তানিয়া আহমেদ। এরই মধ্যে আসছে ঈদ উপলক্ষে একাধিক নাটক ও টেলিছবির কাজ শেষ করেছেন তিনি। এ প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, কাজে নিয়মিত হয়েছি তো অনেকদিন হলো। ঈদের জন্য নাটকে অভিনয় করেছি। দর্শকের ভালোলাগার মতো ব্যতিক্রমী কিছু কাজ হয়েছে এবার। আশা করছি ঈদের জন্য কিছু চমক থাকবে। সমপ্রতি ব্যাংককে চারটি নাটক ও একটি টেলিছবির শুটিং করেছেন তানিয়া আহমেদ। নাটকগুলোর মধ্যে রয়েছে মোস্তফা কামাল রাজের ‘থাই বিশেষ অজ্ঞগণ’, সাইদুর রহমান রাসেলের ‘হানিমুন প্যাকেজ’ ও রাজিবুল ইসলাম রাজিবের ‘নিয়তির মুচকি হাসি’, ‘ব্লাস্ট মাস্টার’ ও ‘কাটাকুটি’। এর মধ্যে ‘কাটাকুটি’ শীর্ষক টেলিছবিটি তানিয়া নিজেই পরিচালনা করেছেন। এতে অভিনয় করেছেন সাফা কবির, তৌসিফ ও জোভান। অভিনয় ও পরিচালনা প্রসঙ্গে তানিয়া বলেন, ঈদের জন্য এই কাজগুলোই করেছি। প্রতিটি নাটকের গল্প ও চরিত্র দেখে অভিনয় করছি। দর্শক হতাশ হবেন না বলেই আমার বিশ্বাস। এছাড়া আমার পরিচালিত নাটক-টেলিছবিতে আমি বৈচিত্র্য রেখেই কাজ করি। সাফা কবির, তৌসিফ ও জোভানদের নিয়ে কাজটি করতে দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করেছি। বিশেষ করে আমার কাছে এই তরুণ শিল্পীদের নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। এদিকে, খণ্ড নাটক ও টেলিছবি ছাড়াও ঈদের একাধিক বিশেষ ধারাবাহিকেও তানিয়াকে দেখা যাবে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে- সাগর জাহানের পরিচালনায় ‘অ্যাভারেজ আসলাম ইজ নট ব্যাচেলর’। শিগগিরই নাটকটির শুটিংয়ে অংশ নেবেন বলে জানান তানিয়া আহমেদ। ঈদের নাটকের বাইরে তানিয়া বর্তমানে সংগীতশিল্পী এস আই টুটুলের তিনটি গানের মিউজিক ভিডিও নির্মাণে ব্যস্ত রয়েছেন। আর এর মধ্য দিয়ে একযুগ পর মিউজিক ভিডিও নির্মাণে আসছেন জনপ্রিয় এ অভিনেত্রী। আসিফ আকবরের গাওয়া অ্যালবাম ‘উড়ো মেঘ’-এর ভিডিও নির্মাণ করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। এর মাঝে ১২টি বছর কেটে গেছে। মিউজিক ভিডিও নিয়ে আর কোনো কাজ করেননি তিনি। এই একযুগ পর তিনি আবারো আসছেন গানের ভিডিও নিয়ে। প্রসঙ্গক্রমে তানিয়া বলেন, এক যুগ আগে গানের ভিডিও নির্মাণ করেছিলাম। এর পর আর কোনো মিউজিক ভিডিও নির্মাণ করিনি। তবে এবার নতুন করে কাজ শুরু করেছি। কিছু চমক নিয়ে আসছি দর্শকের সামনে। এসআই টুটুলের গানের কাজ করছি। এখন তো অনেক ভিডিওই নির্মাণ হয়। সে জায়গা থেকে দর্শকের জন্য নতুন কিছু দেয়ার ভাবনা নিয়েই মূলত কাজটি করছি। এখনই সব বলছি না। সব কাজ গুছানো হলে সবাইকে জানাবো। এবার টিভি মিডিয়ার বর্তমান হালচাল প্রসঙ্গে আসা যাক। দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে কেমন দেখছেন এ সময়ের মিডিয়া? তানিয়া আহমেদ বলেন, আমার কাছে কখনোই খারাপ কিছু মনে হয়নি। বরাবরই ইতিবাচক দৃষ্টিতে দেখে আসছি। সবাই কম বেশি ভালো কাজ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

চমক নিয়ে আসছেন তানিয়া

আপডেট টাইম : ০৯:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭

টিভি মিডিয়ার প্রিয়দর্শিনী অভিনেত্রীদের একজন তানিয়া আহমেদ। নাটক, টেলিছবি এমনকি উপস্থাপনাতে যার সাবলীল পদচারণা রয়েছে। একই সঙ্গে রয়েছে ক্যামেরার পেছনে কাজ করার অভিজ্ঞতাও। নাটক তো নির্মাণ করেছেনই এরই মধ্যে, চলচ্চিত্র নির্মাতার তকমাও নামের পাশে জুড়েছেন তানিয়া আহমেদ। টিভি নাটকে দীর্ঘদিন পথচলা এ তারকা এখন পর্দায় কমই উপস্থিত হন। আর যে কারণে অনেকের ধারণা হয়েছে গেছে, তানিয়া কি ক্যামেরার পেছনেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন? অবশ্য তাদের সে ধারণা অনেকটাই ভুল। চলচ্চিত্র নির্মাণের পর খানিক বিরতি দিয়ে নতুন করে কাজ শুরু করেছেন তানিয়া আহমেদ। এরই মধ্যে আসছে ঈদ উপলক্ষে একাধিক নাটক ও টেলিছবির কাজ শেষ করেছেন তিনি। এ প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, কাজে নিয়মিত হয়েছি তো অনেকদিন হলো। ঈদের জন্য নাটকে অভিনয় করেছি। দর্শকের ভালোলাগার মতো ব্যতিক্রমী কিছু কাজ হয়েছে এবার। আশা করছি ঈদের জন্য কিছু চমক থাকবে। সমপ্রতি ব্যাংককে চারটি নাটক ও একটি টেলিছবির শুটিং করেছেন তানিয়া আহমেদ। নাটকগুলোর মধ্যে রয়েছে মোস্তফা কামাল রাজের ‘থাই বিশেষ অজ্ঞগণ’, সাইদুর রহমান রাসেলের ‘হানিমুন প্যাকেজ’ ও রাজিবুল ইসলাম রাজিবের ‘নিয়তির মুচকি হাসি’, ‘ব্লাস্ট মাস্টার’ ও ‘কাটাকুটি’। এর মধ্যে ‘কাটাকুটি’ শীর্ষক টেলিছবিটি তানিয়া নিজেই পরিচালনা করেছেন। এতে অভিনয় করেছেন সাফা কবির, তৌসিফ ও জোভান। অভিনয় ও পরিচালনা প্রসঙ্গে তানিয়া বলেন, ঈদের জন্য এই কাজগুলোই করেছি। প্রতিটি নাটকের গল্প ও চরিত্র দেখে অভিনয় করছি। দর্শক হতাশ হবেন না বলেই আমার বিশ্বাস। এছাড়া আমার পরিচালিত নাটক-টেলিছবিতে আমি বৈচিত্র্য রেখেই কাজ করি। সাফা কবির, তৌসিফ ও জোভানদের নিয়ে কাজটি করতে দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করেছি। বিশেষ করে আমার কাছে এই তরুণ শিল্পীদের নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। এদিকে, খণ্ড নাটক ও টেলিছবি ছাড়াও ঈদের একাধিক বিশেষ ধারাবাহিকেও তানিয়াকে দেখা যাবে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে- সাগর জাহানের পরিচালনায় ‘অ্যাভারেজ আসলাম ইজ নট ব্যাচেলর’। শিগগিরই নাটকটির শুটিংয়ে অংশ নেবেন বলে জানান তানিয়া আহমেদ। ঈদের নাটকের বাইরে তানিয়া বর্তমানে সংগীতশিল্পী এস আই টুটুলের তিনটি গানের মিউজিক ভিডিও নির্মাণে ব্যস্ত রয়েছেন। আর এর মধ্য দিয়ে একযুগ পর মিউজিক ভিডিও নির্মাণে আসছেন জনপ্রিয় এ অভিনেত্রী। আসিফ আকবরের গাওয়া অ্যালবাম ‘উড়ো মেঘ’-এর ভিডিও নির্মাণ করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। এর মাঝে ১২টি বছর কেটে গেছে। মিউজিক ভিডিও নিয়ে আর কোনো কাজ করেননি তিনি। এই একযুগ পর তিনি আবারো আসছেন গানের ভিডিও নিয়ে। প্রসঙ্গক্রমে তানিয়া বলেন, এক যুগ আগে গানের ভিডিও নির্মাণ করেছিলাম। এর পর আর কোনো মিউজিক ভিডিও নির্মাণ করিনি। তবে এবার নতুন করে কাজ শুরু করেছি। কিছু চমক নিয়ে আসছি দর্শকের সামনে। এসআই টুটুলের গানের কাজ করছি। এখন তো অনেক ভিডিওই নির্মাণ হয়। সে জায়গা থেকে দর্শকের জন্য নতুন কিছু দেয়ার ভাবনা নিয়েই মূলত কাজটি করছি। এখনই সব বলছি না। সব কাজ গুছানো হলে সবাইকে জানাবো। এবার টিভি মিডিয়ার বর্তমান হালচাল প্রসঙ্গে আসা যাক। দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে কেমন দেখছেন এ সময়ের মিডিয়া? তানিয়া আহমেদ বলেন, আমার কাছে কখনোই খারাপ কিছু মনে হয়নি। বরাবরই ইতিবাচক দৃষ্টিতে দেখে আসছি। সবাই কম বেশি ভালো কাজ করছেন।