ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের কর্মকাণ্ডে জনগণ ক্ষুব্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫
  • ৪৫০ বার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারাদেশের জনপ্রিয় নেত্রী। অতীতের সকল নির্বাচনে যে সকল আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবগুলোতেই বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার তাকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করছে। কারণ তারা জানে খালেদা জিয়া ও তারেক রহমান থাকলে আ’লীগ সুষ্ঠু নির্বাচনে কখনো জয়ী হতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘সরকারের কর্মকাণ্ডে জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছে। অচিরেই জনগণ তাদের ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামাবে।’

শুক্রবার বিকেলে খালেদা জিয়ার পক্ষ থেকে তার নির্বাচনী এলাকা ফেনীর ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন নজরুল ইসলাম খান।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ করে নজরুল ইসলাম খান বলেন, ‘তিনি অতীতে যতবার নির্বাচন করেছেন প্রত্যেকবারই জামানত বাজেয়াপ্ত হয়েছে। পরবর্তীতে নিজ মার্কা ও দল বাদ দিয়ে নৌকায় চড়ে মন্ত্রী হয়েছেন। ওই মন্ত্রী বিএনপির ভালর জন্য খালেদা জিয়া ও তারেক রহমানকে বিএনপি থেকে অব্যাহতি নিতে পরামর্শ দেন। বিএনপিকে পরামর্শ দিতে হলে দলের সদস্য হওয়ার জন্য বেগম জিয়া বরাবর আবেদন করেন। বেগম জিয়া তা গ্রহণ করবেন কিনা দেখা যাবে।’

ফুলগাজী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহাজাহান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, সাবেক মহিলা এমপি রেহানা আক্তার রানু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আবু তাহের, পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবু তালেব, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলমগীর হোসেন, ফুলগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুন্নবী মাস্টার, সাংগঠনিক সম্পাদক ও জিএম হাট ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বাচ্চু, সদর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আবু ইউসুফ মিয়া, উপজেলা শ্রমিক দল সভাপতি মনির আহমদ, উপজেলা ছাত্রদল সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে ৬০০ বন্যার্তদের মাঝে খালেদা জিয়ার পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সরকারের কর্মকাণ্ডে জনগণ ক্ষুব্ধ

আপডেট টাইম : ১০:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারাদেশের জনপ্রিয় নেত্রী। অতীতের সকল নির্বাচনে যে সকল আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবগুলোতেই বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার তাকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করছে। কারণ তারা জানে খালেদা জিয়া ও তারেক রহমান থাকলে আ’লীগ সুষ্ঠু নির্বাচনে কখনো জয়ী হতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘সরকারের কর্মকাণ্ডে জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছে। অচিরেই জনগণ তাদের ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামাবে।’

শুক্রবার বিকেলে খালেদা জিয়ার পক্ষ থেকে তার নির্বাচনী এলাকা ফেনীর ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন নজরুল ইসলাম খান।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ করে নজরুল ইসলাম খান বলেন, ‘তিনি অতীতে যতবার নির্বাচন করেছেন প্রত্যেকবারই জামানত বাজেয়াপ্ত হয়েছে। পরবর্তীতে নিজ মার্কা ও দল বাদ দিয়ে নৌকায় চড়ে মন্ত্রী হয়েছেন। ওই মন্ত্রী বিএনপির ভালর জন্য খালেদা জিয়া ও তারেক রহমানকে বিএনপি থেকে অব্যাহতি নিতে পরামর্শ দেন। বিএনপিকে পরামর্শ দিতে হলে দলের সদস্য হওয়ার জন্য বেগম জিয়া বরাবর আবেদন করেন। বেগম জিয়া তা গ্রহণ করবেন কিনা দেখা যাবে।’

ফুলগাজী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহাজাহান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, সাবেক মহিলা এমপি রেহানা আক্তার রানু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আবু তাহের, পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবু তালেব, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলমগীর হোসেন, ফুলগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুন্নবী মাস্টার, সাংগঠনিক সম্পাদক ও জিএম হাট ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বাচ্চু, সদর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আবু ইউসুফ মিয়া, উপজেলা শ্রমিক দল সভাপতি মনির আহমদ, উপজেলা ছাত্রদল সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে ৬০০ বন্যার্তদের মাঝে খালেদা জিয়ার পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।