এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার দুটি ছবি। এর মধ্যে একটি হচ্ছে শাকিব খান ও শুভশ্রী জুটির ‘নবাব’ এবং জিতের সঙ্গে শুভশ্রী ও বাংলাদেশের নুসরাত ফারিয়ার ‘বস টু’। দুটি ছবি নিয়েই আকাশসম প্রত্যাশা থাকলেও নানা কারণে বিতর্কে জড়িয়ে প্রত্যাশা থেকে ছিটকে পড়ছে ‘বস টু’। এর মধ্যে প্রথমত দায়ী করা হচ্ছে নুসরাত ফারিয়ার ‘আল্লাহ মেহেরবান’ নামের বিতর্কিত গান। যে গানে আল্লাহর নাম মুখে নিয়ে অর্ধনগ্ন হয়ে পারফর্ম করেছেন ফারিয়া। পবিত্র মাহে রমজানের ঠিক আগের দিন ইউটিউবে প্রকাশ করা হয় গানটি। প্রকাশের পরই প্রায় সবাই ক্ষোভে ফেটে পড়েন। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই গানটি সমালোচনার জন্ম দেয়। এমন রসালো গান মুক্তি দিয়ে ছবিটিকে আলোচনায় রাখতে গিয়ে বেশ বিপদেই পড়তে হচ্ছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে ইতিমেধ্য গানটি ইউটিউব থেকে সরিয়ে নেয়ার লিগ্যাল নোটিশ জানিয়েছে আদালত। ফলে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছেন জিৎ। এদিকে নবাবের ট্রেলারে নতুন লুক দেখিয়ে বাজিমাত করছেন শাকিব খান। এর আগে ১২ মে প্রকাশ করা হয় ‘বস ২’ ছবির ট্রেলার। এর ১৩ দিন পর ২৫ মে শাকিবের নতুন লুকে নবাবের ট্রেলার প্রকাশ হয়। তেরো দিন পর প্রকাশ হলেও ভিউয়ার চয়েসে এগিয়ে রয়েছেন শাকিব খান। শেষ খবর পাওয়া পর্যন্ত জিতের ছবির ট্রেলার দেখা হয়েছে চার লাখ ৭৬ হাজারের কিছু বেশিবার। ১৩ দিন পর প্রকাশ হওয়ার পরও শাকিব খানের ‘নবাব’ ছবির ট্রেলার দেখা হয়েছে ৯ লাখের বেশিবার। বুঝাই যাচ্ছে কতটা এগিয়ে রয়েছেন নবাব। আসন্ন ঈদেও রাজত্ব করবেন কে?
সংবাদ শিরোনাম
নুসরাতের জন্য বিতর্কিত জিৎ এগিয়ে শাকিব
- Reporter Name
- আপডেট টাইম : ১১:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭
- ৪৮৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ