ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে দুর্ঘটনায় কুমিল্লার একই পরিবারের তিনজন নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০১৭
  • ৩৮৩ বার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের গুনানন্দী গ্রামের একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে নারী ও শিশুসহ আরো তিনজন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে জেদ্দা-আলবাহার সড়কের বাতুয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের গুনানন্দী গ্রামের তোফাজ্জেল হোসেন, তার সপ্তম শ্রেণীতে পড়‍ুয়া ছেলে শাহরিয়ার হোসেন ও শাশুড়ি শাহনারা বেগম। আহতরা হলেন- তোফাজ্জলের তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহা ও তিন বছর বয়সের মেয়ে আফনান এবং স্ত্রী শাম্মি আক্তার।

জানা যায়, কুমিল্লা সদর উপজেলার কোটবাড়ি মাঝিপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের স্ত্রী শাহানারা বেগম এবং ২ নাতি ও নাতনী নিয়ে শনিবার রাতে সৌদিতে বসবাসরত মেয়ে শাম্মি আক্তার ও জামাতা গুনানন্দী গ্রামের তোফাজ্জলের কাছে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল ওমরা পালন করার। রোববার স্থানীয় সময় ভোর ৬টায় শাশুড়ি ও নিজের সন্তানদের বাসায় নেয়ার জন্য স্ত্রীসহ বিমানবন্দরে আসেন প্রবাসী তোফাজ্জল হোসেন। ফেরার পথে সকাল সাড়ে ৭টায় তাদের বহনকারী গাড়িটি জেদ্দা-আলবাহার সড়কের বাতুয়ায় পৌঁছলে দুর্ঘটনায় কবলিত হয়ে ঘটনাস্থলে মারা যান তোফাজ্জেল হোসেন, তার সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলে শাহরিয়ার হোসেন ও শাশিুড়ি শাহনারা বেগম। এসময় গুরুতর আহত হয় তোফাজ্জলের মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহা ও তিন বছর বয়সের মেয়ে আফনান এবং স্ত্রী শাম্মি আক্তার। আফনান ও শাম্মি আক্তার কিছুটা ভালো হলেও নিহার অবস্থা আশঙ্কাজনক তাকে আইসিওতে রাখা হয়েছে।

সোমবার দুপুরে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের স্বজনদের হারিয়ে পুরো পরিবারটি এখন শোকে স্তব্ধ। পুরো এলাকায়ই যেন নেমে এসেছে শোকের ছায়া। নিহত তোফাজ্জল হোসেনের বড় ভাই আবুল কালাম ও আবুল খায়ের জানান, তার ভাই তোফাজ্জল হোসেন স্ত্রী ও সন্তান নিয়ে দীর্ঘ দিন ধরে সৌদিতে আছেন। রোববার ভোরে দেশ থেকে যাওয়া তার শাশুরি ও ২ সন্তানকে নিয়ে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েন। স্বজনদের মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনতে তারা সরকারের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনতে জেলা ও উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সকল সহায়তা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌদিতে দুর্ঘটনায় কুমিল্লার একই পরিবারের তিনজন নিহত

আপডেট টাইম : ১০:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০১৭

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের গুনানন্দী গ্রামের একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে নারী ও শিশুসহ আরো তিনজন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে জেদ্দা-আলবাহার সড়কের বাতুয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের গুনানন্দী গ্রামের তোফাজ্জেল হোসেন, তার সপ্তম শ্রেণীতে পড়‍ুয়া ছেলে শাহরিয়ার হোসেন ও শাশুড়ি শাহনারা বেগম। আহতরা হলেন- তোফাজ্জলের তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহা ও তিন বছর বয়সের মেয়ে আফনান এবং স্ত্রী শাম্মি আক্তার।

জানা যায়, কুমিল্লা সদর উপজেলার কোটবাড়ি মাঝিপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের স্ত্রী শাহানারা বেগম এবং ২ নাতি ও নাতনী নিয়ে শনিবার রাতে সৌদিতে বসবাসরত মেয়ে শাম্মি আক্তার ও জামাতা গুনানন্দী গ্রামের তোফাজ্জলের কাছে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল ওমরা পালন করার। রোববার স্থানীয় সময় ভোর ৬টায় শাশুড়ি ও নিজের সন্তানদের বাসায় নেয়ার জন্য স্ত্রীসহ বিমানবন্দরে আসেন প্রবাসী তোফাজ্জল হোসেন। ফেরার পথে সকাল সাড়ে ৭টায় তাদের বহনকারী গাড়িটি জেদ্দা-আলবাহার সড়কের বাতুয়ায় পৌঁছলে দুর্ঘটনায় কবলিত হয়ে ঘটনাস্থলে মারা যান তোফাজ্জেল হোসেন, তার সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলে শাহরিয়ার হোসেন ও শাশিুড়ি শাহনারা বেগম। এসময় গুরুতর আহত হয় তোফাজ্জলের মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহা ও তিন বছর বয়সের মেয়ে আফনান এবং স্ত্রী শাম্মি আক্তার। আফনান ও শাম্মি আক্তার কিছুটা ভালো হলেও নিহার অবস্থা আশঙ্কাজনক তাকে আইসিওতে রাখা হয়েছে।

সোমবার দুপুরে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের স্বজনদের হারিয়ে পুরো পরিবারটি এখন শোকে স্তব্ধ। পুরো এলাকায়ই যেন নেমে এসেছে শোকের ছায়া। নিহত তোফাজ্জল হোসেনের বড় ভাই আবুল কালাম ও আবুল খায়ের জানান, তার ভাই তোফাজ্জল হোসেন স্ত্রী ও সন্তান নিয়ে দীর্ঘ দিন ধরে সৌদিতে আছেন। রোববার ভোরে দেশ থেকে যাওয়া তার শাশুরি ও ২ সন্তানকে নিয়ে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েন। স্বজনদের মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনতে তারা সরকারের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনতে জেলা ও উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সকল সহায়তা করা হবে।