রাজধানীর যমুনা ফিউচার পার্কে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে ১০ রেস্টুরেন্টেকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটি টিম অভিযান চালিয়ে এই জরিমানা করে।
এ বিষয়ে ফিরোজ আহমেদ দ্য রিপোর্টকে বলেন, ‘দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে যমুনা ফিউচার পার্কের ১০টি রেস্টুরেন্টকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
রেস্টুরেন্টগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি করা হচ্ছিল বলে জানান তিনি। তবে তিনি রেস্টুরেন্টগুলোর নাম তাৎক্ষণিক জানাতে পারেননি।