ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য জেলা প্রশাসকদের মানসিক প্রস্তুতি নিতে বললেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিন দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আজ বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় তিনি বক্তব্য রাখেন।
মন্ত্রী পরিষদ বিভাগে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে শেষ হয় সম্মেলনও। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের ব্রিফ করেন।
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রী ক্ষমতা বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়েছেন। এটা নীতি-নির্ধারণীর বিষয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এর আগে বিষয়টি বলেছিলেন। এখন জনপ্রশাসন মন্ত্রীও বললেন। সুতরাং তাঁরা (সরকার) এটা চান। তবে এটা ঠিক যে, এটা রাতারাতি সম্ভব নয়। বিকেন্দ্রীকরণের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে হবে। এ জন্য প্রস্তুতিও নিতে হবে।’
সভার একটি সূত্র জানায়, চাকরি জীবনে একজন কর্মকর্তার সচিবালয়ে ও মাঠ প্রশাসনে পদায়নের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে একটা নীতিমালা করার বিষয়টি আলোচনায় ওঠে আসে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে উল্লেখ করা হয়।
এবারের সম্মেলনে জেলা প্রশাসকেরা জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কে মোট ২৪টি প্রস্তাব দিয়েছিলেন। তবে আজকে আরও কিছু নতুন প্রস্তাব আলোচনা হয়।
সম্মেলন শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, সার্বিকভাবে এ সম্মেলন নিয়ে তাঁরা খুব খুশি। সম্মেলনের জন্য ডিসিরা মোট ২৫৩টি লিখিত প্রস্তাব দিয়েছিলেন। এর সঙ্গে তিন দিনের আলোচনায় আরও ২৮১টি প্রস্তাব উঠে এসেছে। এর মধ্যে যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করা হবে।
সংবাদ শিরোনাম
ক্ষমতা বিকেন্দ্রীকরণের ওপর জোর দিলেন সৈয়দ আশরাফ
- Reporter Name
- আপডেট টাইম : ০৬:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০১৫
- ৩৭২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ