দেশের গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধারে ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। দেশে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ কোন অব্যবস্থাপনাকে বেশিদিন মেনে নেয় না। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে কার্যকর গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনতে পারি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দেশের বিশিষ্ট নাগরিক ও রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত চা-চক্রে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময়ের জন্য ড. কামাল হোসেন এ চা চক্রের আয়োজন করেন। তিনি বলেন, অনেক বড় দলে থেকে রাজনীতি করার সুযোগ হয়েছে। এই দেশ কোন ব্যক্তি, গোষ্ঠী বা দলের না। একদলীয় ব্যাপার কোনদিন মানিনি। একব্যক্তির শাসন কোনদিনই মানবো না। তবে সমাজ পরিবর্তনের জন্য এক ব্যক্তির প্রয়োজন আছে। সকলকে সেই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের জন্য যারা জীবন দিয়েছিল তাদের স্বপ্ন নিয়ে সংবিধান লিখেছিলাম। দেশের গণতন্ত্র থাকবে, বৈষম্যমূলক সমাজ হবে এই আশা ছিল। কিন্তু শহীদদের স্বপ্ন আজ দু:স্বপ্নে পরিণত হয়েছে। আজ ঐক্যের কথা সবাই বলেছে। দেশের এই সংকট থেকে বের হতে ঐক্যের কোন বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলোচনায় অংশ নেন।
সংবাদ শিরোনাম
এক ব্যক্তির শাসন কোনদিন মানবো না
- Reporter Name
- আপডেট টাইম : ০৫:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০১৫
- ৫২৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ