দীর্ঘদিন পর একসঙ্গে একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও দিনাত জাহান মুন্নী। এই জুটি ২০০৩ সালের পর থেকে টানা কয়েক বছর বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এবার নিজের কথা ও সুরে তাদের জন্য নতুন একটি গান বাঁধলেন তরুণ মুন্সী। ‘তার দুটি চোখে কত স্বপ্ন আঁকা, সেই স্বপনে আমি ভেসে যাই’- এমন কথার এ গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন আসিফ-মুন্নী। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত আসিফ ও মুন্নী দুজনই। আসিফ বলেন, আসিফ-মুন্নী জুটির গ্রহণযোগ্যতা আসিফ ফ্যানদের কাছে যথেষ্ট রয়েছে বলেই আমার বিশ্বাস। গান গাওয়ার পর মুন্নী ভাবিকে বললাম, আমরা অনেক গান গাইবো আবার। তবে প্লিজ ভিউয়ের চিন্তা করবেন না। তিনি সুন্দর একটা হাসি দিলেন বরাবরের মতো। আমাদের গান হবে শোনার জন্য দীর্ঘমেয়াদি বিনোদন। মুন্নী বলেন, বরাবরের মতো এ গানটি গাইতে বেশ ভালো লেগেছে। আর আসিফের সঙ্গে অনেক দিন পর গাইলাম। আমাদের বেশ কিছু গান অতীতে শ্রোতারা গ্রহণ করেছেন। আশা করছি এ গানটির ক্ষেত্রেও তাই হবে।
সংবাদ শিরোনাম
দীর্ঘদিন পর আসিফ-মুন্নী
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৩৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭
- ২৬৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ