ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এপিজে আবদুল কালামের মৃত্যুতে ইতোমধ্যেই দেশটিতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। তবে কোনো ছুটি ঘোষণা করা হয়নি।
মৃত্যুর আগে কোনো এক সময় ‘ভারতরত্ন’ পাওয়া কালাম বলেছিলেন, আমার মৃত্যুর পর কোনো ছুটি ঘোষণা করবে না, আমাকে যদি ভালোবাসো পারলে একদিন অতিরিক্ত কাজ করবে। আর তাঁর কথা মতোই সরকার কোন ছুটি ঘোষণা করেনি। ঘোষণা অনুযায়ী, ২৭ জুলাই থেকে শুরু হওয়া শোক ২ আগস্ট পর্যন্ত চলবে। এসময় সব সরকারি অফিস খোলা থাকবে। সব কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। এই সাতদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সরকারিভাবে কোনো ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারিত হবে না। থাকবে না কোন বিশেষ ভোজের ব্যবস্থাও। এএফপি।