ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আরও কিছুদিন প্রেম করব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
  • ২৬৭ বার

ঢাকাই চলচ্চিত্রে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নায়িকা পরীমনি। গতকাল শুক্রবার সারা দেশে তার অভিনীত শাহ আলম মন্ডল পরিচালিত ‘আপন মানুষ’ ছবিটি মুক্তি পেয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছে চিত্রনায়ক বাপ্পী। মুক্তি পাওয়া এ ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন নায়িকা পরীমনি।

মুক্তি পেল ‘আপন মানুষ’।

ছবিটি পুরোপুরি রোমান্টিক ধাঁচের। আমার চরিত্রটিও চমৎকার। দর্শকদের জন্য চমক থাকছে। এই চমক দেখার জন্য হলে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

আপনার দৃষ্টিতে ছবিটি কেমন হয়েছে?

এটি তো বাণিজ্যিক ছবি। মানের বিচার হবে না এ ছবি দিয়ে। তবে এ ধরনের ছবিতে যতটা ভালো করা দরকার, ততটুকু ভালো অবশ্যই হয়েছে। দর্শক দেখে আনন্দ পাবে। দিনশেষে তো সবাই আনন্দ নিয়েই ঘরে ফিরতে চায়, তাই না।

গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে আপনি অভিনয় করেছেন। এই ছবির কাজের সর্বশেষ কী অবস্থা?

ছবির শুটিং শেষ হয়েছে। এখন পোস্ট প্রডাকশনের কাজ চলছে। ছবিটির কাজ চলেছে এক বছরেরও বেশি সময়। পরিচালক গিয়াসউদ্দিন সেলিম তার ‘মনপুরা’র মতো খুব যত্ন করে এ ছবিটিও নির্মাণ

করছেন। অক্টোবরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।

ছবিতে শুভ্রার চরিত্রটি কী রকম?

চরিত্রটি সম্পর্কে এখন বিস্তারিত কিছু বলব না। তবে আমার জীবনের সেরা চরিত্র এটি। চরিত্রটি নিয়ে গোড়াতে নিজের মধ্যে অনেক দ্বিধা কাজ করেছে, পারব তো? গিয়াসউদ্দিন সেলিম এক্ষেত্রে দারুণ সহযোগিতা করেছে। তারপরও আমার মনে হয়েছে আমি পুরো চরিত্রটা ফুটিয়ে তুলতে পারিনি। এ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা এমন হয়েছে যে, এখনো নিজেকে মাঝে মাঝে শুভ্রা মনে করছি।

আপনি নাকি যৌথ প্রযোজনার একটি ছবিতে অভিনয় করছেন?

২ এপ্রিল থেকে এল হাসানের পরিচালনায় ‘ভালোবাসা গুনাহ হ্যায়’ ছবির শুটিং শুরু হয়েছে। কলকাতায় প্রথম লটের শুটিং হয়েছে। এখন বন্ধ আছে। এখানে আমার বিপরীতে অভিনয় করছেন ইয়াশ রোশান। ছবিতে হেমা মালিনীও অভিনয় করছেন। এছাড়া শুনেছি একটি আইটেম গানে পারফর্ম করবেন সানি লিওন।

‘চাঁদনী’ ছবির সিকুয়্যালের শুটিংয়ের কী খবর?

মহরত হয়েছে কিছুদিন আগে। এখনো শুটিং শুরু হয়নি। তবে শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।

শাকিব খানকে নিয়ে নির্মাতা ও অভিনয়শিল্পীরা নানা কথা বলছেন। বিষয়টি কীভাবে দেখছেন?

যে যা–ই কিছু বলুক, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না প্লিজ।

আপনাকে নিয়েও নানা কথা শোনা যাচ্ছে।

যারা পেছনে সমালোচনা করছে, তারা কাপুরুষ। পারলে সামনে সমালোচনা করুক। আমি আসলে এসব সমালোচনা কেয়ার করি না। আমি আমার কাজটাকে প্রাধান্য দেই। আমি খুব ভালো করেই জানি, কাজই আমাকে এগিয়ে নিয়ে যাবে।

সমালোচনা নিতে পারাও একটা গুণ, তাই না?

তা ঠিক, কিন্তু এভাবে যদি পেছনে পেছনে সমালোচনা করে, তাহলে কতক্ষণ সহ্য হবে বলুন! আমি যে পরিবেশে বাংলা ছবিতে কাজ করছি, পারলে তারা এ অবস্থাকে নিয়ে সমালোচনা করুক। তাহলে তো চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির পরিবেশই পাল্টে যাবে। শুধু আমাকে সমালোচনা করে কিছু হবে বলুন? আমি এবং যারা সমালোচনা করছে— তারা সবাই তো একই পরিবেশের মানুষ, তাই না।

সম্প্রতি বাগদান হলো আপনার, বিয়ে করছেন কবে?

আরও কিছুদিন প্রেম করব। তারপর দেখা যাবে। ব্যস্ততার কারণে প্রেমটাই তো নিয়মিত করতে পারছি না। এরপর যদি যদি আবার বিয়ে করে ফেলি, তাহলে সব গুলিয়ে ফেলব। ক্যারিয়ার একটু গুছিয়ে নিয়ে বিয়ের কথা ভাবব।-চ্যানেল আই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আরও কিছুদিন প্রেম করব

আপডেট টাইম : ০১:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭

ঢাকাই চলচ্চিত্রে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নায়িকা পরীমনি। গতকাল শুক্রবার সারা দেশে তার অভিনীত শাহ আলম মন্ডল পরিচালিত ‘আপন মানুষ’ ছবিটি মুক্তি পেয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছে চিত্রনায়ক বাপ্পী। মুক্তি পাওয়া এ ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন নায়িকা পরীমনি।

মুক্তি পেল ‘আপন মানুষ’।

ছবিটি পুরোপুরি রোমান্টিক ধাঁচের। আমার চরিত্রটিও চমৎকার। দর্শকদের জন্য চমক থাকছে। এই চমক দেখার জন্য হলে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

আপনার দৃষ্টিতে ছবিটি কেমন হয়েছে?

এটি তো বাণিজ্যিক ছবি। মানের বিচার হবে না এ ছবি দিয়ে। তবে এ ধরনের ছবিতে যতটা ভালো করা দরকার, ততটুকু ভালো অবশ্যই হয়েছে। দর্শক দেখে আনন্দ পাবে। দিনশেষে তো সবাই আনন্দ নিয়েই ঘরে ফিরতে চায়, তাই না।

গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে আপনি অভিনয় করেছেন। এই ছবির কাজের সর্বশেষ কী অবস্থা?

ছবির শুটিং শেষ হয়েছে। এখন পোস্ট প্রডাকশনের কাজ চলছে। ছবিটির কাজ চলেছে এক বছরেরও বেশি সময়। পরিচালক গিয়াসউদ্দিন সেলিম তার ‘মনপুরা’র মতো খুব যত্ন করে এ ছবিটিও নির্মাণ

করছেন। অক্টোবরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।

ছবিতে শুভ্রার চরিত্রটি কী রকম?

চরিত্রটি সম্পর্কে এখন বিস্তারিত কিছু বলব না। তবে আমার জীবনের সেরা চরিত্র এটি। চরিত্রটি নিয়ে গোড়াতে নিজের মধ্যে অনেক দ্বিধা কাজ করেছে, পারব তো? গিয়াসউদ্দিন সেলিম এক্ষেত্রে দারুণ সহযোগিতা করেছে। তারপরও আমার মনে হয়েছে আমি পুরো চরিত্রটা ফুটিয়ে তুলতে পারিনি। এ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা এমন হয়েছে যে, এখনো নিজেকে মাঝে মাঝে শুভ্রা মনে করছি।

আপনি নাকি যৌথ প্রযোজনার একটি ছবিতে অভিনয় করছেন?

২ এপ্রিল থেকে এল হাসানের পরিচালনায় ‘ভালোবাসা গুনাহ হ্যায়’ ছবির শুটিং শুরু হয়েছে। কলকাতায় প্রথম লটের শুটিং হয়েছে। এখন বন্ধ আছে। এখানে আমার বিপরীতে অভিনয় করছেন ইয়াশ রোশান। ছবিতে হেমা মালিনীও অভিনয় করছেন। এছাড়া শুনেছি একটি আইটেম গানে পারফর্ম করবেন সানি লিওন।

‘চাঁদনী’ ছবির সিকুয়্যালের শুটিংয়ের কী খবর?

মহরত হয়েছে কিছুদিন আগে। এখনো শুটিং শুরু হয়নি। তবে শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।

শাকিব খানকে নিয়ে নির্মাতা ও অভিনয়শিল্পীরা নানা কথা বলছেন। বিষয়টি কীভাবে দেখছেন?

যে যা–ই কিছু বলুক, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না প্লিজ।

আপনাকে নিয়েও নানা কথা শোনা যাচ্ছে।

যারা পেছনে সমালোচনা করছে, তারা কাপুরুষ। পারলে সামনে সমালোচনা করুক। আমি আসলে এসব সমালোচনা কেয়ার করি না। আমি আমার কাজটাকে প্রাধান্য দেই। আমি খুব ভালো করেই জানি, কাজই আমাকে এগিয়ে নিয়ে যাবে।

সমালোচনা নিতে পারাও একটা গুণ, তাই না?

তা ঠিক, কিন্তু এভাবে যদি পেছনে পেছনে সমালোচনা করে, তাহলে কতক্ষণ সহ্য হবে বলুন! আমি যে পরিবেশে বাংলা ছবিতে কাজ করছি, পারলে তারা এ অবস্থাকে নিয়ে সমালোচনা করুক। তাহলে তো চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির পরিবেশই পাল্টে যাবে। শুধু আমাকে সমালোচনা করে কিছু হবে বলুন? আমি এবং যারা সমালোচনা করছে— তারা সবাই তো একই পরিবেশের মানুষ, তাই না।

সম্প্রতি বাগদান হলো আপনার, বিয়ে করছেন কবে?

আরও কিছুদিন প্রেম করব। তারপর দেখা যাবে। ব্যস্ততার কারণে প্রেমটাই তো নিয়মিত করতে পারছি না। এরপর যদি যদি আবার বিয়ে করে ফেলি, তাহলে সব গুলিয়ে ফেলব। ক্যারিয়ার একটু গুছিয়ে নিয়ে বিয়ের কথা ভাবব।-চ্যানেল আই