বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ৪১ বছর পেরিয়ে এখনও তিনি সিঙ্গল। মডেলিং ও অভিনয়ে সফলতো পেয়েছেন এই বিশ্ব সুন্দরী। দুই কন্যা সন্তান রেনে ও আলিশাকে দত্তক নিয়ে ‘সিঙ্গল মাদার’ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলিউডে। কিন্তু এখনও বিয়ে করেননি সুস্মিতা। গুঞ্জন রয়েছে. কখনও অভিনেতা রণদীপ হুডা, কখনও বা পরিচালক বিক্রম ভট্টের সঙ্গে সর্ম্পকে জড়িয়েছিলেন সুস্মিতা। কিন্তু বিয়ে পর্যন্ত এগোয়নি কোনও সম্পর্কই।
কেন তিনি বিয়ে করছেন না এমন প্রশ্নের উত্তর বহুবার এড়িয়ে গেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যেমে বিয়ের বিষয়টি শেয়ার করলেন
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সুস্মিতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি এখনও তেমন কারও দেখা পাইনি যে আগুন নিয়ে খেলতে ভালবাসে। আমি আমার পছন্দ মতো রয়েছি। অন্যদের পছন্দকেও আমি শ্রদ্ধা ও সম্মান করি। সিঙ্গল হোক বা ডাবল আমাদের সব খেলাই কিন্তু জেতার জন্য।’সূত্র: আনন্দবাজার