বেসরকারি টেলিভিশন চ্যানেলে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানটির আগামী পর্বে অংশগ্রহণ করবেন তিনি।
নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করার পাশাপাশি দর্শকদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলবেন আঁখি। দর্শকদের অনুরোধেও গান গাইবেন। এছাড়া তার জীবনের জানা-অজানা অনেক কথা বিনিময় করবেন দর্শকদের সঙ্গে।
‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।