ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় প্রেস ক্লাব নিয়ে উত্তেজনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০১৫
  • ৪১১ বার

জাতীয় প্রেস ক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটির নেতারা শনিবার এক সভায় ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে সদ্য দায়িত্ব গ্রহণকারী কমিটির নেতারা বলছেন, তারা (মেয়াদোত্তীর্ণ কমিটির নেতারা) সংক্ষিপ্ত সমাবেশের নামে ক্লাবের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছেন।

মেয়াদোত্তীর্ণ কমিটির যুগ্ম-সম্পাদক কাদের গণি চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার জানান, জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে যে, সেপ্টেম্বরের মধ্যে প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিবৃতিতে তিনি আরও জানান, নতুন নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান ব্যবস্থাপনা কমিটিকে কাজ চালিয়ে যাওয়ার অনুমোদন দেওয়াসহ সভায় তিনটি প্রস্তাব পাস হয়েছে।

অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সদ্য দায়িত্ব গ্রহণকারী কমিটির সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী শনিবার এক যুক্ত বিবৃতিতে বলেন, ক্লাবের সাধারণ সদস্যদের আপত্তির মুখে মেয়াদোত্তীর্ণ সাবেক ব্যবস্থাপনা কমিটির অবৈধ সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ কিছু সদস্য অপরাহ্নে ক্লাবের টেলিভিশন লাউঞ্জে বসে এক সংক্ষিপ্ত সমাবেশের নামে ক্লাবের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালান। তারা এর আগে ক্লাব পাঠাগারে বসে কয়েকজন সদস্যকে ডেকে স্বাক্ষর সংগ্রহের চেষ্টা করেন। তাদের সঙ্গে কিছু বহিরাগতও ক্লাবের লাউঞ্জে ঢুকে পড়ে এবং বিভিন্নভাবে উস্কানি দিতে থাকলেও ক্লাব কর্তৃপক্ষ চরম ধৈর্যের পরিচয় দেন। নেতৃদ্বয় সতর্ক করে বলেন, কর্তৃপক্ষের ধৈর্যকে দুর্বলতা মনে করলে ভুল করা হবে।

মেয়াদোত্তীর্ণ কমিটির যুগ্ম-সম্পাদক কাদের গণি চৌধুরীর বিবৃতিতে আরও বলা হয়, মিলনায়তনসহ সব কক্ষ জোরপূর্বক বন্ধ রাখায় শনিবার বিকেলে প্রেস ক্লাব মেম্বার্স লাউঞ্জে অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারায় সভার প্রথমপর্বে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বখতিয়ার রানা ও দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাক হোসেন। এতে সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়, সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী নির্বাচন পরিচালনার জন্য গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি নির্বাচিত কমিটি গঠন করা হবে। ওই কমিটি দ্রুত নির্বাচনের সিডিউল ঘোষণা করবে। এ ছাড়া স্বঘোষিত কমিটির কর্মকর্তা ও সদস্যরা ক্লাব গঠনতন্ত্র লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাদের সব কার্যক্রমকে অবৈধ ঘোষণা করে সভায় প্রস্তাব পাস হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কবি আল মুজাহিদী, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দিনকাল সম্পাদক ড, রেজোয়ান সিদ্দিকী, ফরিদ হোসেন, রুহুল আমীন গাজী, শওকত মাহমুদ, এম এ আজিজ, ছড়াকার আবু সালেহ, আবদুস শহিদ, মুন্সী আবদুল মান্নান, বাকের হোসাইন, মাসুমুর রহমান খলিলি, এ কে এম মহসীন, খুরশীদ আলম, কাজিম রেজা, রফিক হাসান, আবুল কালাম মানিক, শাহাদাত হোসেন খান, আসাদুজ্জামান আসাদ, খন্দকার গোলাম আজাদ, হারুন-অর রশিদ প্রমুখ। সভায় মেয়াদোত্তীর্ণ কমিটির যুগ্ম-সম্পাদক কাদের গণি চৌধুরী, কোষাধ্যক্ষ বদিউল আলম, সদস্য হাসান হাফিজ, নুরুল হুদা, নুরুল হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেস ক্লাব নিয়ে উত্তেজনা

আপডেট টাইম : ০৪:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০১৫

জাতীয় প্রেস ক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটির নেতারা শনিবার এক সভায় ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে সদ্য দায়িত্ব গ্রহণকারী কমিটির নেতারা বলছেন, তারা (মেয়াদোত্তীর্ণ কমিটির নেতারা) সংক্ষিপ্ত সমাবেশের নামে ক্লাবের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছেন।

মেয়াদোত্তীর্ণ কমিটির যুগ্ম-সম্পাদক কাদের গণি চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার জানান, জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে যে, সেপ্টেম্বরের মধ্যে প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিবৃতিতে তিনি আরও জানান, নতুন নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান ব্যবস্থাপনা কমিটিকে কাজ চালিয়ে যাওয়ার অনুমোদন দেওয়াসহ সভায় তিনটি প্রস্তাব পাস হয়েছে।

অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সদ্য দায়িত্ব গ্রহণকারী কমিটির সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী শনিবার এক যুক্ত বিবৃতিতে বলেন, ক্লাবের সাধারণ সদস্যদের আপত্তির মুখে মেয়াদোত্তীর্ণ সাবেক ব্যবস্থাপনা কমিটির অবৈধ সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ কিছু সদস্য অপরাহ্নে ক্লাবের টেলিভিশন লাউঞ্জে বসে এক সংক্ষিপ্ত সমাবেশের নামে ক্লাবের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালান। তারা এর আগে ক্লাব পাঠাগারে বসে কয়েকজন সদস্যকে ডেকে স্বাক্ষর সংগ্রহের চেষ্টা করেন। তাদের সঙ্গে কিছু বহিরাগতও ক্লাবের লাউঞ্জে ঢুকে পড়ে এবং বিভিন্নভাবে উস্কানি দিতে থাকলেও ক্লাব কর্তৃপক্ষ চরম ধৈর্যের পরিচয় দেন। নেতৃদ্বয় সতর্ক করে বলেন, কর্তৃপক্ষের ধৈর্যকে দুর্বলতা মনে করলে ভুল করা হবে।

মেয়াদোত্তীর্ণ কমিটির যুগ্ম-সম্পাদক কাদের গণি চৌধুরীর বিবৃতিতে আরও বলা হয়, মিলনায়তনসহ সব কক্ষ জোরপূর্বক বন্ধ রাখায় শনিবার বিকেলে প্রেস ক্লাব মেম্বার্স লাউঞ্জে অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারায় সভার প্রথমপর্বে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বখতিয়ার রানা ও দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাক হোসেন। এতে সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়, সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী নির্বাচন পরিচালনার জন্য গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি নির্বাচিত কমিটি গঠন করা হবে। ওই কমিটি দ্রুত নির্বাচনের সিডিউল ঘোষণা করবে। এ ছাড়া স্বঘোষিত কমিটির কর্মকর্তা ও সদস্যরা ক্লাব গঠনতন্ত্র লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাদের সব কার্যক্রমকে অবৈধ ঘোষণা করে সভায় প্রস্তাব পাস হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কবি আল মুজাহিদী, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দিনকাল সম্পাদক ড, রেজোয়ান সিদ্দিকী, ফরিদ হোসেন, রুহুল আমীন গাজী, শওকত মাহমুদ, এম এ আজিজ, ছড়াকার আবু সালেহ, আবদুস শহিদ, মুন্সী আবদুল মান্নান, বাকের হোসাইন, মাসুমুর রহমান খলিলি, এ কে এম মহসীন, খুরশীদ আলম, কাজিম রেজা, রফিক হাসান, আবুল কালাম মানিক, শাহাদাত হোসেন খান, আসাদুজ্জামান আসাদ, খন্দকার গোলাম আজাদ, হারুন-অর রশিদ প্রমুখ। সভায় মেয়াদোত্তীর্ণ কমিটির যুগ্ম-সম্পাদক কাদের গণি চৌধুরী, কোষাধ্যক্ষ বদিউল আলম, সদস্য হাসান হাফিজ, নুরুল হুদা, নুরুল হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।