ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কি রহমত চাইবো চারিদিকে শুধুই অন্ধকার: এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০১৫
  • ৩০২ বার

রমজানের প্রথম ১০ দিন রহমতের। কিন্তু কি রহমত চাইবো, যে দিকে তাকাই শুধুই অন্ধকার। আলো দেখি না। জাতীয় মহিলা পার্টির ইফতার অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৬টায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

পেশাজীবী নেতা ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে মহিলা পার্টির সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলামের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় মহিলা পার্টি।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত এক বক্তৃতায় এরশাদ বলেন,  এখন রমজান মাস। আর রমজানের প্রথম দশদিন রহমতের। আল্লাহর কাছে রহমত চাওয়ার জন্য দশদিন। কিন্তু কী রহমত চাইবো। কিসের ভিত্তিতে চাইবো। যে দিকে তাকাই শুধুই অন্ধকার। আলো দেখি না।

তিনি বলেন, রাস্তায় বের হলেই জ্যাম, ফুটপাত দখল। ১০ মিনিটের রাস্তা ১ ঘণ্টা আর ৪ ঘণ্টার রাস্তায় ১২ ঘণ্টা লেগে যায়।  কি বলবো, আল্লাহ তোমার কাছে মুক্তি চাই।

ইফতার মাহফিলের আয়োজন করায় মহিলা পার্টির সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলামকে ধন্যবাদ জানিয়ে এরশাদ বলেন, জাতীয় পার্টির ইতিহাসে প্রথমবারের মতো মহিলা পার্টি এ রকম একটি অনুষ্ঠানের আয়োজন করলো। সে জন্য আমি সালমা সহ মহিলা পার্টির সবাইকে ধন্যবাদ জানাই।

জাতীয় পার্টি দিন দিন আরো শক্তিশালী হচ্ছে দাবি করে তিনি বলেন, জাতীয় পার্টি দিন দিন  শক্তিশালী হচ্ছে তার একটাই কারণ সেটি হলো আমরা গণতান্ত্রিক শক্তিতে বিশ্বাস করি। তাই জনগণের আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। আর  জনগণের শক্তিতেই আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেন, দুটি দল বার বার ক্ষমতায় আসলেও মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয়নি। চাঁদাবাজ,দখলদার,টেন্ডারবাজদের দখলে  এখন দেশ। আমরা দখলদার মুক্ত বাংলাদেশ চাই। জনগণের ভাগ্যের উন্নতি চাই।

তিনি বলেন, ঘর থেকে বের হওয়া যায় না। বের হলেই জ্যাম। রাস্তার  জ্যামের মতোই  দেশের রাজনীতি ও অর্থনীতির গতি বলেও তিনি  মন্তব্য করেন।

এরশাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, দলের সাবেক মহাসচিব এবি এম রুহুল আমিন চৌধুরী, সুনীল শুভ রায়, দলের যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন বাবুল, মহিলা পার্টির সাধারণ সম্পাদক অনন্যা হোসেন মৌসুমী, যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুলসহ জাতীয় পার্টির সংসদ সদস্যরা ছাড়াও জাতীয় পার্টি ও মহিলা পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা সহ দেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। তবে ইফতার পার্টিতে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত ছিলেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কি রহমত চাইবো চারিদিকে শুধুই অন্ধকার: এরশাদ

আপডেট টাইম : ০৪:২৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০১৫

রমজানের প্রথম ১০ দিন রহমতের। কিন্তু কি রহমত চাইবো, যে দিকে তাকাই শুধুই অন্ধকার। আলো দেখি না। জাতীয় মহিলা পার্টির ইফতার অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৬টায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

পেশাজীবী নেতা ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে মহিলা পার্টির সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলামের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় মহিলা পার্টি।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত এক বক্তৃতায় এরশাদ বলেন,  এখন রমজান মাস। আর রমজানের প্রথম দশদিন রহমতের। আল্লাহর কাছে রহমত চাওয়ার জন্য দশদিন। কিন্তু কী রহমত চাইবো। কিসের ভিত্তিতে চাইবো। যে দিকে তাকাই শুধুই অন্ধকার। আলো দেখি না।

তিনি বলেন, রাস্তায় বের হলেই জ্যাম, ফুটপাত দখল। ১০ মিনিটের রাস্তা ১ ঘণ্টা আর ৪ ঘণ্টার রাস্তায় ১২ ঘণ্টা লেগে যায়।  কি বলবো, আল্লাহ তোমার কাছে মুক্তি চাই।

ইফতার মাহফিলের আয়োজন করায় মহিলা পার্টির সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলামকে ধন্যবাদ জানিয়ে এরশাদ বলেন, জাতীয় পার্টির ইতিহাসে প্রথমবারের মতো মহিলা পার্টি এ রকম একটি অনুষ্ঠানের আয়োজন করলো। সে জন্য আমি সালমা সহ মহিলা পার্টির সবাইকে ধন্যবাদ জানাই।

জাতীয় পার্টি দিন দিন আরো শক্তিশালী হচ্ছে দাবি করে তিনি বলেন, জাতীয় পার্টি দিন দিন  শক্তিশালী হচ্ছে তার একটাই কারণ সেটি হলো আমরা গণতান্ত্রিক শক্তিতে বিশ্বাস করি। তাই জনগণের আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। আর  জনগণের শক্তিতেই আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেন, দুটি দল বার বার ক্ষমতায় আসলেও মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয়নি। চাঁদাবাজ,দখলদার,টেন্ডারবাজদের দখলে  এখন দেশ। আমরা দখলদার মুক্ত বাংলাদেশ চাই। জনগণের ভাগ্যের উন্নতি চাই।

তিনি বলেন, ঘর থেকে বের হওয়া যায় না। বের হলেই জ্যাম। রাস্তার  জ্যামের মতোই  দেশের রাজনীতি ও অর্থনীতির গতি বলেও তিনি  মন্তব্য করেন।

এরশাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, দলের সাবেক মহাসচিব এবি এম রুহুল আমিন চৌধুরী, সুনীল শুভ রায়, দলের যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন বাবুল, মহিলা পার্টির সাধারণ সম্পাদক অনন্যা হোসেন মৌসুমী, যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুলসহ জাতীয় পার্টির সংসদ সদস্যরা ছাড়াও জাতীয় পার্টি ও মহিলা পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা সহ দেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। তবে ইফতার পার্টিতে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত ছিলেন না।