বাসায় যে ক’টি পত্রিকা রাখি তার মধ্যে যুগান্তর অন্যতম। ক্যারিয়ারের শুরু থেকেই যুগান্তরের সমর্থন পেয়ে আসছি। আমাকে দর্শকদের কাছে পৌঁছানোর পেছনে যুগান্তরের অবদান রয়েছে। তাই যুগান্তরের প্রতি আমার আলাদা টান রয়েছে।
*আগামীতে যুগান্তরের বিনোদন পাতায় কেমন খবর দেখতে চান?
**অবশ্যই ভালো খবর। প্রত্যাশা জাগানো খবর। বিদেশী শিল্পীদের প্রাধান্য না দিয়ে দেশীয় শিল্পীদের বেশি হাইলাইট করা হবে এটিই প্রত্যাশা। যুগান্তরের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
*এবার আপনার ব্যস্ততার কথা বলুন…
**বছরের শুরুতেই জায়েদ খানের বিপরীতে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়াও আরও দুটি ছবি নিয়ে কথা প্রায় চূড়ান্ত। শিগগিরই চুক্তি চূড়ান্ত হবে। এর বাইরে বর্তমানে ‘সোনাবন্ধু’ ছবির শুটিং করছি।
*সোনাবন্ধু ছবিটির শুটিং কতদূর?
**প্রায় শেষের পথে। ছবিতে আমার অংশের প্রায় আশি ভাগ শুটিং শেষ। আগামী মাসের মধ্যেই বাকি বিশ ভাগ কাজ শেষ করতে পারব বলে আশা করি।
*নাটকের ব্যস্ততা?
**আমি তো নাটকের লোক নই। তবে মাঝে মাঝে ভালো গল্পের নাটকের প্রস্তাব আসে। যদি সময় থাকে অভিনয় করি। আমার কাছে প্রাধান্য চলচ্চিত্র। ভালো গল্পের ছবিতে অভিনয়ের জন্য সর্বদা প্রস্তুত আমি।
*বিজ্ঞাপন, স্টেজ শো’তেও আপনাকে দেখা যায়…
**মাঝে মাঝে বিজ্ঞাপনেও শুটিং করি। তবে এটা অনিয়মিত। স্টেজ শোও করা হয়। এগুলো সবই সিনেমার বাইরের ব্যস্ততা।