এক প্রাক্তন সুইস মডেল ওয়াল স্ট্রিটের এক বিখ্যাত সংস্থার কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। ক্ষতিপূরণের অঙ্ক শুনলে মাথায় হাত দেবেন বড় বড় ব্যবসায়ীরাও। ৮৫০ মিলিয়ন ডলার।
খবরটি সম্প্রতি প্রকাশিত হয়েছে মেল অনলাইনে। যেখানে বলা হয়েছে, ২০১৩ সালের ডিসেম্বরে মাত্র ২৫ বছর বয়সী এই সুইডিশ মডেলকে নিয়োগ করেন নিউ ইয়র্ক গ্লোবাল গ্রুপের সিইও বেঞ্জামিন ওয়ে।
এরপরেই শুরু বিপত্তি। ২৫ বছরের এই মডেল হ্যানা বভেং-কে অফিসে উত্তেজক পোশাক পড়ে আসতে জোর করতেন বস বেঞ্জামিন। নিয়ে যেতেন নাইটক্লাবেও। কিন্তু এই নাইটক্লাবে যাওয়াই কাল হল হ্যানার। ক্লাবে নাচানাচি ও অত্যাধিক মদ্যপান প্রীতির কারণে চাকরি গেল তাঁর। আর এরপরেই নাটক।
বসের বিরুদ্ধে মোটা অঙ্কের ক্ষতিপূরণের মামলা ঠুকে দিলেন হ্যানা। ক্ষতিপূরণের অঙ্ক ৮৫০ মিলিয়ন ডলার। পালটা বস বেঞ্জামিনের আইনজীবী দাবি করেছেন, হ্যানা তাঁর মক্কেলকে ব্ল্যাকমেল করে মোটা টাকা লাভ করতে চাইছেন।
সূত্র: কলকাতা