চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালার জন্য একটি বিশেষ অনুষ্ঠান নির্মাণ করেই লন্ডন ফিরে গেলেন এক সময়ের সাড়া জাগানো নায়িকা রোজিনা। প্রায় এক বছর পর রোজিনা দেশে এসেছিলেন আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটাতে। এরই ফাঁকে নিজের অভিনীত চলচ্চিত্রে সোনালি দিনের ৬টি গান নিয়ে একটি অনুষ্ঠান করলেন তার পরবর্তী প্রজন্মের তিনজন নায়ক নিয়ে। ‘তুমি আমার কত চেনা’ শিরোনামের এই গানের অনুষ্ঠানে রোজিনা অভিনীত সাদাকালো যুগের যে ছয়টি গান স্থান পেয়েছে সেগুলো হচ্ছে- ‘মানসী’ ছবির ‘এই মন তোমাকে দিলাম’, ‘রাজা সাহেব’ ছবির ‘ঢাকো যত না নয়নো দু‘হাতে বাদল মেঘ ঘুমাতে দেবে না’, ‘দোলনা’ ছবির ‘তুমি আমার কত চেনা’, ‘পুনঃমিলন’ ছবির ‘এই পৃথিবীর সবকিছু হয়তো একদিন হারিয়ে যাবে’, ‘অবিচার’ ছবির ‘ছেড়ো না ছেড়ো না হাত, দেব না দেব না গো যেতে থাকো আমার কাছে’ এবং ‘পুনঃমিলন’ ছবির ‘এক নীড়ে দুটি পাখি’। এই গানগুলো রোজিনার নায়ক ছিলেন ওয়াসিম, আলমগীর, ফারুক ও ভারতের মিঠুন চক্রবর্তী। এবার তার নায়ক হয়েছেন ওমর সানি, অমিত হাসান ও জায়েদ খান। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেছেন রোজিনা নিজেই। নতুনরূপে চিত্রায়িত গানগুলোর চিত্রগ্রহণ করেছেন মকবুল হোসেন এবং কোরিওগ্রাফি করেছেন আজীজ রেজা। লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগকালে রোজিনা বলেন, চেষ্টা করেছি সুন্দর একটি অনুষ্ঠান নির্মাণের। সোনালি যুগের বিখ্যাত সিনেমার গানগুলোকে দর্শকদের সামনে নতুন করে পরিচয় করানোর আন্তরিক চেষ্টা ছিল। ওমর সানি, অমিত হাসান ও জায়েদ খানের সহযোগিতায় আমি চেষ্টা করেছি ভাল কিছু করতে। আমার অবশ্য নিজেরই খুব ভাল লেগেছে। প্রতিটি গানের শুটিংয়ের সময় হারিয়ে গিয়েছিলাম সেই সব সোনালি দিনে। আমার বিশ্বাস গানগুলো সিনেমাপ্রেমী দর্শকদের নস্টালজিয়ায় আক্রান্ত করবে। ফিরিয়ে নিয়ে যাবে চলচ্চিত্রের সোনালি যুগে। এদিকে কোরবানি ঈদের আগে আবার দেশে ফিরবেন বলে জানিয়েছেন রোজিনা।
সংবাদ শিরোনাম
লন্ডন ফিরে গেলেন রোজিনা
- Reporter Name
- আপডেট টাইম : ০৪:১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫
- ৬০৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ