একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে আগামী নভেম্বরে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে তার সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাতে পারেননি মহাসচিবের মুখপাত্র ফারহান হক।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেন বৃহস্পতিবার ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানান, নভেম্বরে ঢাকায় পার্টনার্স ইন পপুলেশন অ্যন্ড ডেভেলপমেন্ট (পিপিডি) সম্মেলনে অংশ নিতে মহাসচিবকে এই আমন্ত্রণ জানানো হয়েছে।
“আজও মহাসচিবের সঙ্গে আমার কথা হয়েছে। তবে ঢাকা সফর সম্পর্কে তিনি কিছু বলেননি।”
মহাসচিবের মুখপাত্র ফারহান হকও একই কথা বলেছেন।
“ঢাকা সফর সম্পর্কে জানানোর মত কোনো তথ্য এখন পর্যন্ত আমার কাছে নেই।”
জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে কাজের জন্য বাংলাদেশ, ভারত, চীনসহ নিম্ন ও মধ্যম আয়ের ২৬ দেশের এই জোট পিপিডির যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে। ঢাকায় পিপিডির সদর দপ্তরেই আগামী নভেম্বরে এই সম্মেলন হবে।