ধূমপানে বছরে ৬০ লাখ মানুষের মৃত্যু

ধূমপানজনতি কারণে বর্তমানে বছরে ৬০ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। আর এর পেছনে বছরে বিশ্ব অর্থনীতির প্রায় এক ট্রিলিয়ন ডলার ব্যয় হচ্ছে।

এ অবস্থা চলতে থাকলে ২০৩০ সাল নাগাদ মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ মানুষ ধূমপানজনিত কারণে মারা যাবে।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শুধুমাত্র ২০১৩-২০১৪ সালে মানুষ ধূমপানের পেছনে ব্যয় করেছেন ২৬৯ বিলিয়ন ডলার।

গবেষণায় বলা হয়েছে, ধূমপানজনিত কারণে মৃত্যুর হার দিনকে দিন বেড়েই চলেছে। বর্তমানে বিশ্বে বছরে ৬০ লাখের মতো মানুষ মারা যাচ্ছে। ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা গিয়ে দাঁড়াবে ৮০ লাখে। আর এসব লোকদের ৮০ শতাংশই নিম্ন ও মধ্য-আয়ের মানুষ।

এতে আরও বলা হয়েছে, মোট জনগোষ্ঠীর মধ্যে গবীর ও স্বল্পন্নোত দেশগুলোর প্রায় ৮০ শতাংশ ধূমপানের সঙ্গে জড়িত এবং এই সংখ্যা বাড়ছেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধযোগ্য হলেও একমাত্র ধূমপানের কারণেই বিশ্বে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়।

৬৮৮ পৃষ্ঠার গবেষণা প্রতিবেদনটি তৈরিতে কাজ করেছে ৭০ জন বিশেষজ্ঞ বিজ্ঞানী। এতে আরও বলা হয়েছে, বিভিন্ন দেশের সরকার ধূমপান ঠেকাতে নানা পদক্ষেপ নিলেও মৃত্যু হার বেড়েই চলেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর