জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, বাংলাদেশের মাটি থেকে জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে । বাংলাদেশের মাটি জঙ্গিদের আস্তানা হতে পারে না ।

শুক্রবার জেলা পুলিশ সুপার আয়োজিত পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন ময়মনসিংহে মিডিয়া সেন্টার ও সিসি সিসি ক্যামেরা কন্ট্রোলরুম উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন ।

আইজিপি বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের সফলতা বিশ্বে রোল মডেল । ময়মনসিংহে দক্ষ পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।

ময়মনসিংহের কর্মজীবনের স্মৃতিচারণ করে আইজিপি বলেন, ১৯৯৩- ৯৪ সালে আমি ময়মনসিংহে অতিরিক্ত পুলিশ সুপার ছিলাম। সে সময় লোকজন কম থাকায় ময়মনসিংহ শহর পরিস্কার- পরিচ্ছন্ন ছিল । এখন বিভাগীয় শহরে আবর্জনার স্তুপ ।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর