পরিচালকের সঙ্গে কুয়াকাটায় মৌসুমী হামিদ

‘জালালের গল্প’ ছবির সাফল্যের পর বছরের শুরুতেই মৌসুমী হামিদ চুক্তিবদ্ধ হন ‘কয়লা’ নামের একটি ছবিতে। সুমন আনোয়ার পরিচালিত এ ছবিতে তার বিপরীতে এবারও মোশাররফ করিমের থাকার কথা রয়েছে। ২০১৭ সালের জুনে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। এ লক্ষেইে পুরোদমে কাজ চলছে এখন। সম্প্রতি এ ছবির শুটিং স্পট দেখার জন্য পরিচালকের সঙ্গে কুয়াকাটায় গেলেন টিভি পর্দার সুপরিচিত অভিনেত্রী মৌসুমী হামিদ। তাদের সঙ্গে কয়লা টিমের আরও কয়েকজন সদস্যও গিয়েছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘ময়না চরিত্রটি আমার কাছে এখন স্বপ্নের একটি চরিত্র। চলচ্চিত্রটির শুটিং শুরুর পূর্ব পর্যন্ত আমি ময়নার মাঝেই ডুবে থাকতে চাই। যে কারণে নিজের মধ্যে ময়নাকে ধারণ করার জন্য নিজে লোকেশনে এসেছি। তাছাড়া আমার মনে হয় যেখানে শুটিং করব সেখানে যদি আগেই একটু ঘুরে আসা যায় তাহলে শুটিংয়ের সময় খুব সহজে সে জায়গায় নিজেকে মানিয়ে নেয়া যায়। কয়লা চলচ্চিত্রটি নিয়ে আমি খুব আশাবাদী।’ নাটক কিংবা চলচ্চিত্রের শুটিংয়ের জন্য লোকেশনের খোঁজে সাধারণত পরিচালক এবং তার সহকারীই গিয়ে থাকেন। বিশেষ কোনো কারণ ছাড়া পরিচালকের সঙ্গে নায়ক কিংবা নায়িকা যান না। কিন্তু দীর্ঘদিন ধরে মিডিয়ায় এর ব্যত্যয় ঘটছে। লোকেশন দেখতে পরিচালক কিংবা প্রযোজক নায়িকাকেও সঙ্গে নিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ছবিটি ঘোষণার কিছুদিনের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও অর্থনৈতিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে এর শুটিং শুরু হয়নি

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর