কান ফিল্ম ফেস্টিভ্যালে একটি প্রসাধনসামগ্রীর হয়ে রেড কার্পেটে যোগ দিতে ফ্রান্সে গেলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। পেছনে রেখে গেলেন আলোচনার খোরাক। কারণ বি টাউনে ভাসতে থাকা বিয়ের খবরের নাকি সত্যতা নেই।
ক্যাটরিনার মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, তার বিয়ের গুজবের কোনো সত্যতা নেই। অথচ কয়েক দিন আগে রণবীর কাপুরের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, ২০১৬ সালে বিয়ে করতে যাচ্ছেন এ জুটি।
আরও গুজব ওঠে, তারা মে মাসের শেষদিকে বাগদান করবেন। ২০১৪ সালের শেষদিকেও তাদের বাগদানের গুজব ওঠে। বর্তমানে ক্যাট-রণবীর একসঙ্গে বসবাস করছেন।
‘চিকনি চামেলি’ খ্যাত এ অভিনেত্রীর মুখমাত্র আরও জানান, এখনো পর্যন্ত ক্যাটরিনা বিয়ের কোনো পরিকল্পনা করেননি।
ক্যাটরিনা বর্তমানে অভিষেক কাপুরের ‘ফিতর’ ও অনুরাগ বসুর ‘জগা জাসুস’ চলচ্চিত্র দুটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।