রুমানা মোর্শেদ কনকচাঁপা
একটা দাওয়াত এ যাচ্ছিলাম। প্যন প্যাসিফিক সোনারগাঁ হোটেলের পাশ দিয়ে যাচ্ছিলাম। বড়দিনের জমকালো সাজে সেজেছে হোটেলটি। হঠাৎ মনে হলো একটি ক্রিসমাস ট্রির নিচে এলোমেলো উপহার সামগ্রী কিন্তু চলন্ত! (আজকাল আবার আবছায়া তে ভালো চোখে দেখিনা ) ক্রিসমাস ট্রি চলন্ত?
ভালো করে তাকাতে দেখি লাল নীল আলোকসজ্জার আবহে একটি ট্রাক ..তাতে খড়ি লাকড়ির মতো এলোমেলো করে এক ট্রাক শ্রমজীবী মানুষ জড়োসড়ো গাদাগাদি করে কোথায় যেন যাচ্ছে। এই শীতে এই মানুষগুলো কনকনে বাতাসে …আল্লাহ …ও আল্লাহ ..তুমি তো সব দেখো…কি নিদারুণ জীবনই না যাপন করছে…. না কোন আরামদায়ক বিছানা না কোন লোভনীয় খাওয়া না মানসিক প্রশান্তি না সন্মান কিছুই তো এ জীবনে পেলোনা….
এই যে লাকড়ির মত গাদাগাদি করে শ্রম দিতে রাজধানীতে আসে তারা কি কল্পনাও করতে পারে যে এই শহরে কোটি কোটি মোহর খরচ হয় শুধু একরাতের বিনোদন কিনতে?
আল্লাহ ….এই মানুষগুলোর কোনো হিসেব নিওনা আল্লাহ। এই দুনিয়ার কোন রুপ রস গন্ধ তো তারা কিছুই পেলো না….আল্লাহ ….ও আল্লাহ …..শুনছো?
লেখিকা: সংগীত শিল্পী (ফেসবুক স্ট্যাটাস থেকে)