বাংলার ঐতিহ্যবাহী বাহারি রকমের পিঠা আমাদের সংস্কৃতির একটা অংশ। শীতের আমেজে গ্রামে গ্রামে পিঠার সুগন্ধ ছড়িয়ে পড়ে। শহরে বসে শীতের পিঠার স্বাদ নেয়ার সুযোগ কম।শীতের পিঠা এবার এলো অনলাইনে।টুনটুনিবিডি অনলাইন শপিংমল পিঠার সরবরাহ করার উদ্যোগ নিয়েছে।এসব পিঠা হোম ডেলিভারি সার্ভিস পাওয়া যাবে।
অনলাইনেই অর্ডার করলেই হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ অনুযায়ী বাহারি রকমের পিঠা পৌছে যাবে আপনার বাসা-বাড়িতে। টুনটুনি পিঠাঘরের ব্যানারে সম্পূর্ণ নিজস্ব তত্বাবধানে পরিস্কার- পরিচ্ছন্ন পরিবেশে পিঠা তৈরি করা হয়। প্রতিটি পিঠার মূল্য ২০ টাকা।গ্রাহকরা সর্বনিম্ন ১৫টি পিঠা অর্ডার করতে পারবেন।
অনলাইনে যেসব পিঠা মিলবে
অনলাইনে মিলবে নকশি-পিঠা, পাটিশাপটা, মালপোয়া,ঝাল-পোয়া, ঝাল-পুলি,পোয়া-পিঠা, নারিকেলের নাড়ু–কুলি পিঠা, ঝিনুক পিঠা, মুগডালের পাকন পিঠা, লবঙ্গ -লতিকা
অনলাইনে পিঠা অর্ডার করা যাবে এই ঠিকানায়: www.tuntunibd.com , ফেসবুক www.facebook.com/tuntunishopping