অপর্ণা ঘোষ। জনপ্রিয় এই অভিনেত্রী কিছুদিন আগে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ছবি ‘ভুবনমাঝি’-এর কাজ শেষ করেছেন। ছবিতে তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত। যৌথ প্রযোজনার এ ছবিটি বিজয় মাসে মুক্তি না পেলেও এটি নিয়ে সামনে নতুন একটি ক্যাম্পেইন শুরু হবে। ছবিটি পরিচালনা করেছেন ফখরুল আবেদীন। নতুন এ ক্যাম্পেইন প্রসঙ্গে অপর্ণা মানবজমিনকে বলেন, এ ছবির কাজটি বেশ ভালো হয়েছে। দু’দেশের সেন্সর ছাড়পত্র পেলেই ছবিটি সঠিক সময়ে দুটি দেশেই মুক্তি পাবে। তবে ছবি মুক্তির আগে ১৪ই ডিসেম্বর থেকে আমরা একটি ক্যাম্পেইনের মাধ্যমে ছবির প্রচারণার কাজ শুরু করব। বর্তমানে ছবির পরিচালক ফখরুল ভাই কলকাতা রয়েছেন। তিনি ফিরলেই এ ছবির প্রচারণা শুরু হবে। ক্যাম্পেইনের শিরোনাম থাকছে ‘আমার পতাকা আমার বাংলাদেশ’। আমাদের সঙ্গে এ প্রচারণায় অংশ নেবে ছবির নায়ক পরমব্রত। উল্লেখ্য, অপর্ণা এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, গাজী রাকায়েতের ‘মৃত্তিকা মায়া’, জাহিদুর রহিম অঞ্জনের ‘রেইন কোট’, প্রসূন রহমানের ‘সূতপার ঠিকানা’ ও সুমন ধরের ‘দর্পণ বিসর্জন’ ছবিতে কাজ করেছেন। সমপ্রতি সাজাদ রাসেলের ‘সমুদ্রের রাত্রি’ শিরোনামে একটি থ্রিলারধর্মী নাটকে অভিনয় করেছেন তিনি। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া। এছাড়া মাহফুজ আদনানের ‘শেষের কাব্য তুমি’, আবুল হায়াতের পরিচালনায় রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে ‘সূর্য ওঠার আগে’ নাটকে কাজ করেছেন। ‘সূর্য ওঠার আগে’ নাটকটি চ্যানেল আইয়ে বিজয় দিবসে প্রচার হবে। এদিকে দেশটিভিতে তার অভিনীত আর বি প্রীতমের ‘কমিউনিটি’ এবং এনটিভিতে গোলাম সোহরাব দোদুলের ‘সং-সার’ নামে দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।
সংবাদ শিরোনাম
অপর্ণার ‘আমার পতাকা আমার বাংলাদেশ’
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৫৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
- ২৫০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ