কলকাতার মেয়ে রাতাশ্রী দত্ত। এর আগে ভারতের একটি ছবিতে কাজ করলেও বাংলাদেশে এবারই প্রথম কোনো ছবিতে কাজ করলেন তিনি। ছবির নাম ‘তুখোড়’। কদিন পরই এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। তাই বেশ আনন্দিত তিনি। ছবির প্রচারণার কাজে বাংলাদেশেও আসবেন তিনি। এ প্রসঙ্গে মুঠোফোনে রাতাশ্রী দত্ত মানবজমিনকে বলেন, ‘তুখোড়’ আমার প্রথম বাংলাদেশি ছবি। এ ছবির ট্যাগ লাইন ‘অপারেশন ক্লাব ডি’। শুটিং, ডাবিং আর সম্পাদনা শেষে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত এ ছবিটি। এর প্রচারণার জন্য কিছুদিন পরই বাংলাদেশে আসব। আশা করি, এ ছবিটি সকলে পছন্দ করবেন। ‘তুখোড়’ ছবিটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। এ ছবিতে রাতাশ্রীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক শিবলী নওমান। শিবলী বাংলাদেশের ছেলে। তুখোড় দিয়েই সিনেমা জগতে অভিষেক যাচ্ছে তার। এ ছবির কাহিনী লিখেছেন মাহমুদুল হক রাজীব। আর পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য করেছেন মিজানুর রহমান লাবু। শিবলী-রাতাশ্রী ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন আলীরাজ, বাপ্পারাজ, শিমুল খান, সামিহা খান ও সাদিয়া সোমা, রহমতউল্লাহ, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন, শায়েরী প্রমুখ।
সংবাদ শিরোনাম
রাতাশ্রীর ‘তুখোড়’
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৫৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬
- ২৬০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ