মার্কিন সঙ্গীত তারকা কেটি পেরির ঝুলিতে যোগ হলো আরেকটি অর্জন। ইউনিসেফের অড্রে হেপবার্ন পুরষ্কার পেয়েছেন তিনি। ২৯ নভেম্বর (মঙ্গলবার) নিউইয়র্কে ইউনিসেফের একটি অনুষ্ঠানে এ পুরষ্কার ঘোষণা করেন মার্কিন সিনেটর হিলারি ক্লিনটন।
এ সময় হিলারি ক্লিনটন বলেন, আমরা যেসব সমস্যার সম্মুখীন হই সেগুলোর ব্যাপারে তিনি (কেটি) খুবই সিরিয়াস আর মানুষকে তিনি এসব সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেন।
কেটি গায়িকা হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় হলেও তিনি ইউনিসেফের শুভেচ্ছাদূত। ২০১৩ সাল থেকে কেটি পেরি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। সম্প্রতি তাঁর ভ্রমণ কনসার্ট থেকে আয় করা এক মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফের জন্য দান করেন।