সারাজীবন বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের মানুষ, বঙ্গবন্ধুর অনুরাগী হয়ে আমি কেন তাকে কটাক্ষ করব?এ ধরনের কোনো গান আমি গাইনি। একটা ভন্ড গ্রুপ এ সব মিথ্যে কথা ছড়াচ্ছে। আমি এই মিথ্যা প্রচারণার শিকার।’ গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর এসব কথা বলেন।
বঙ্গবন্ধু হত্যার পর ‘জনতার জিয়া’ শিরোনামের একটি গান রচিত হয়েছিল বলে গত ক’দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছিল। গানটির গীতিকার হিসেবে কবি হেলাল হাফিজের নাম ফেসবুকে ছড়িয়েছিল। এমনও শোনা যাচ্ছিল যে, এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ফকির আলমগীর। যা সামাজিক মাধ্যমে ব্যপক সমালোচনার সৃষ্টি করে।
ফকির আলমগীর বলেন, ‘পুরো ব্যপারটাই আমাকে ও হেলাল হাফিজকে জড়িয়ে একটা বড় ষড়যন্ত্র। যাবতীয় প্রচারণা অসত্য, মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর প্রতিবাদ করছি।’
তিনি আরও বলেন, ‘আমার স্বপ্ন ও আদর্শ সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারাজীবন তার গান গাইতে গাইতে আজ আমি শিল্পী। অতএব তাকে নিয়ে এমন গান করার তো প্রশ্নই আসে না। জনতার জিয়া গানটি গেয়েছি, প্রমাণ করতে পারলে গানই ছেড়ে দিব।’
বরেণ্য এই শিল্পী বলেন, ‘আমার সুদীর্ঘ সঙ্গীত জীবনে মেন্ডেলা, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু কে নিয়ে গান গেয়েই তো আজ আমি বিখ্যাত হয়েছি। সারাজীবন আমি বঙ্গবন্ধুর গান গেয়ে আসছি।’
এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কবি হেলাল হাফিজও। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি লেখার কথা অস্বীকার করে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘যিনি বা যারা আমাকে নিয়ে অসত্য প্রচারণা করছেন, আমি তাদেরও আন্তরিক মঙ্গল কামনা করি।’