ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার পাওলি ধাম অভিনীত বহুল আলোচিত ছবি ‘সত্তা’। সম্প্রতি কক্সবাজারে এই ছবির শুটিং শেষ হয়েছে। শাকিব খান ডাবিংয়ের কাজও শেষ করেছেন। ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোল পূর্বপশ্চিমকে বলেন, কিছু শুটিং প্যাচওয়ার্ক ও পাওলির ডাবিং ছাড়া সব কাজ শেষ। ডিসেম্বরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে ।
‘সত্তা’ ছবিতে পাওলি অভিনয় করেছেন একজন ডোমের মেয়ের চরিত্রে। শাকিব খান বলেন, ‘এটা আমার ক্যারিয়ারে একটি ক্ল্যাসিক সিনেমা । আমাকে সাধারণত এই ধরনের ছবিতে এর আগে দর্শকেরা দেখেননি। আশাকরি দর্শকদের ছবিটি বেশ ভালো লাগবে।’
সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ‘সত্তা’ ছবিটি নির্মিত হয়েছে। ছবির সবগুলো গানের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।