তেলেগুতে একের পর এক হিট ছবি উপহার দিলেও বলিউডে এখনো নিজের জায়গা তৈরি করতে পারেননি দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। তবে পারিশ্রমিকটা ঠিকই পাকা করেছেন দুই কোটি রুপি। সিনেমার গল্প বা চরিত্র যতই ভালো হোক-নিজের নির্ধারিত পারিশ্রমিকে অটল থাকছেন। এতেই চটেছেন প্রযোজকরা।
তাঁদের দাবি, তামিল বা তেলেগু ছবিতে কাজের জন্য ৫০ থেকে ৬০ লাখ রুপি নিতেন কাজল। তিনিই কি না এখন দাবি করছেন চার গুণ বেশি! এক প্রযোজক তো বলেই দিয়েছেন, ‘ওর কাছে টাকাই সব। বিপরীতে কে অভিনয় করবে, কে পরিচালনা করবে-এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই।’
কাজল এ মুহূর্তে মালয়েশিয়ায় রণদীপ হুদার বিপরীতে ‘দো লাফজো কি কাহানি’ সিনেমার শুটিং করছেন।