ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনায় ব্যাটারি চালিত মিশু গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে আরিয়ান মিয়া (৪) নামের এক শিশু নিহত। নিহত শিশু সদরের সরকারি দাসপাড়া আবাসন সংলগ্ন দুলালপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
ইটনা থানার ওসি জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাবার সাথে শিশুটি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল এসময় পার্শ্ববর্তী হাজারী কান্দা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মিশু চালক আজিজুল মিয়া দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় শিশু আরিয়ান কে চাপা দেয় এবং শিশুটির মাথায় মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে ইটনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাউছার আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।