আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবার সভাপতিমণ্ডলীর নবনির্বাচিত সদস্য হয়েছেন। নতুন কমিটির প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে দলের সভানেত্রী শেখ হাসিনা আজ শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে বৈঠকে বসবেন। কিন্তু সেই বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত থাকছেন না।
আজ যুক্তরাজ্যের উদ্দেশে তিনি রওনা দিয়েছেন। সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি দেশ ছাড়েন। লন্ডনে অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার জন্য এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৫ দিনের ছুটির আবেদন করেন।
সৈয়দ আশরাফের ঘনিষ্ঠদের একজন জানান, রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ আশরাফের স্ত্রীর অসুস্থতার কথা জানতে পারেন। এরপর তাকে লন্ডনে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে বলেন।