সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর সদ্য বিলুপ্ত কমিটির বিরুদ্ধে দায়িত্ব হস্তান্তরে গড়িমসির অভিযোগ তুলেছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. গোলাম রাজ্জাক। তিনি আজ এক লিখিত নোটিশে অভিযোগ করেন, দায়িত্ব হস্তান্তরের সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও পূর্ববর্তী কমিটি তা বিলম্বিত করছে, যা নিয়মবহির্ভূত।
চিঠিতে উল্লেখ করা হয়, সমবায় অধিদপ্তরের স্মারক নং ৪৭.৬১.২৬০০.০০০.৩৩.৪২/৭৭-১২৭৩, তারিখ: ০৩.০৬.২০২৫ ইং অনুসারে সচিবালয় বহুমুখী সমবায় সমিতির অন্তর্বর্তী কমিটি গঠিত হয়েছে এবং মো. গোলাম রাজ্জাক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন কমিটির তালিকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতির কাছে পাঠানো হলেও এখনো দায়িত্ব হস্তান্তর না হওয়ায় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের খাবার ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি পূর্ববর্তী সভাপতিকে অবিলম্বে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান, অন্যথায় বিষয়টি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
চিঠির অনুলিপি জেলা সমবায় অফিসার এস. এম. তহমিদুজ্জামান এবং অফিস কপিতে সংরক্ষণের জন্য প্রেরণ করা হয়েছে।