‘নব্য জেএমবির প্রধান’ নিয়ে র‌্যাবের সঙ্গে দ্বিমত পুলিশের

সাম্প্রতিক এক অভিযানে নিহত সারোয়ার জাহানকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র প্রধান বলে ‌র‌্যাবের দাবিকে পাশ কাটিয়ে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, আব্দুর রহমান ওরফে সারোয়ার জাহান নব্য জেএমবির তৃতীয় সারির একজন নেতা ছিলেন।

বুধবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, গুলশান হামলার মূল হোতা তামিম আহমেদ চৌধুরীর পরের সারির নেতা হিসেবে ওই সংগঠনে অবস্থান ছিলো সারোয়ার জাহান ওরফে আব্দুর রহমানের। উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখে সাভারের আশুলিয়ায় র‌্যাবের এক অভিযানে পাঁচতলা একটি ভবন থেকে লাফিয়ে নিহত হন সারোয়ার জাহান।

পরে গত শুক্রবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমদ দাবি করেন, নব্য জেএমবির প্রধানের আসল নাম সারোয়ার জাহান। যিনি শায়েখ আবু ইবরাহিম আল হানিফ ওরফে মোক্তার ওরফে প্রকাশ ওরফে বাবু হিসেবে ওই সংগঠনে সুপরিচিত ছিলেন।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সারোয়ার জাহানই যে নব্য জেএমবির আমির তার কোনো তথ্য-প্রমাণ পুলিশের কাছে নেই। তবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে কোনো তথ্য পাওয়া গেলে তা অবশ্যই বিবেচনায় আনা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর