আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, প্রবাসী মুসলমান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সহ-সভাপতি মো.আশিকুল হক শহীদ । আজ শুক্রবার (৬ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বানও জানান তিনি ।
নেতৃদ্বয় পরিষদের নেতা বলেন, ঈদুল আজহা ত্যাগ, ইখলাস এবং আল্লাহর আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। এই মহান উৎসবের শিক্ষা হলো, পার্থিব মোহ ও অহংকার বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এই মহান উপলক্ষ্য আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, একটি জাতির স্থায়ী কল্যাণ নিহিত রয়েছে ন্যায়পরায়ণতা, একতা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার মধ্যে।
ঈদুল আযহা কেবলমাত্র পশু কোরবানির দিন নয় এটি আত্মত্যাগ, ধৈর্য ও আত্মনিবেদনের এক অনুপম শিক্ষা। এই দিনে আমরা স্মরণ করি হযরত ইব্রাহিম (আ.)-এর সেই ঐতিহাসিক ত্যাগ ও আল্লাহর প্রতি নিষ্ঠা, যা মানবজাতির জন্য অনন্ত প্রেরণার উৎস।”
আশিকুল হক আরও বলেন, “দেশের এই কঠিন সময়ে ঈদুল আজহার মহান শিক্ষা মানুষকে একত্রিত করবে এবং সৌহার্দ্য ও সহানুভূতির পরিবেশ গড়ে তুলবে।”
তিনি বলেন, “আমাদের ঐক্যই হোক ভবিষ্যতের শক্তি। আসুন, ঈদের পবিত্র আদর্শ ধারণ করে একটি মানবিক, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে আমরা কর্মকর্তা কর্মচারীগণ সবাই একসঙ্গে এগিয়ে যাই।”
শুভেচ্ছান্তে,
মো.আশিকুল হক শহীদ
সহ-সভাপতি
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ।