ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে দলে জায়গা না পেলেও আজ তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে খেলছেন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন। এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছেন সময়ের আলোচিত চলচ্চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপী।
বৃহস্পতিবার টিকেট হাতে নিয়ে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে করে হ্যাপী লিখেন “গোয়িং টু মিরপুর স্টেডিয়াম”।
গত বছরের ডিসেম্বরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে নাজনীন আক্তার হ্যাপী রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে অবশ্য মামলা থেকে রুবেলকে অব্যাহতি দেয় আদালত।