নিজাম (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মদন উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ শে মার্চ) উপজেলার গৌবিন্দশ্রী ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে গৌবিন্দশ্রী ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী ওবায়দুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আল-হেলাল তালুকদার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাও. রুহুল আমিন, জেলা তারবিয়াত সেক্রেটার অধ্যাপক বদরুল আমিন, মদন উপজেলা জামায়াতের আমীর মাও. অলিউল ইসলাম, মোহনগঞ্জ উপজেলা জামায়েতের আমীর মোফাজ্জল হোসেন সবুজসহ আরও অনেকে।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, এ দেশে একমাত্র আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। জামায়াতে ইসলামী সাধারণ মানুষের সেবক হতে চায়, শাসক হতে চায় না।