গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক ছবি ও পোস্টে লাইক দিলে বা শেয়ার করলেও তা অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে।
ফেসবুকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও সাম্প্রদায়িক উসকানির অভিযোগে রাজধানীতে একজনকে গ্রেপ্তারের পর সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্য জানান গোয়েন্দা কর্মকর্তা মনিরুল।
১০-১২টি কথিত নিউজ পোর্টাল সাম্প্রদায়িক উসকানির দিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে বলেও জানান তিনি। মনিরুল বলেন, সাম্প্রদায়িক উসকানি ছাড়ানোর অভিযোগে ওই ১০-১২টি পোর্টাল গোয়েন্দা নজরদারিতে রয়েছে।
বিদ্বেষমূলক লেখা বা ছবিতে না বুঝেও যদি কেউ লাইক দেয় তাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে জানিয়ে তিনি বলেন, বিদ্বেষমূলক ছবিতে কেউ লাইক দিলে বা সেই পোস্ট শেয়ার করলে সেটি অপরাধ হিসেবে গণ্য করা হবে। তবে কাউকে ট্যাগ করা কোনো পোস্ট সেই ব্যক্তির অজান্তে শেয়ার করা হলে তা অপরাধ বলে বিবেচনা করা হবে না। ইন্টারনেট ব্যবহারকারীদের এ বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। –