ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসবে ঐকমত্য কমিশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২ বার

সংস্কার ইস্যুতে সবার ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই চার্টার’ ঘোষণা করতে চায় অন্তর্বর্তী সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মার্চ মাসের শুরুতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের লিখিত কপিও এরইমধ্যে দলগুলোর কাছে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে, প্রতিবেদন পর্যালোচনা করে এবং নিজেদের মধ্যে আলাপের পরই তারা মতামত জানাবে।

বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন, তারা এখন এসব প্রতিবেদন পর্যালোচনা করছে। এরপর কমিশনের সঙ্গে তাদের বৈঠক হবে। তখন বিভিন্ন ক্ষেত্রে সংস্কার বিষয়ে নিজেদের অবস্থান তারা তুলে ধরবে।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, দ্রুতই দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ক্ষেত্রগুলো চিহ্নিত করবেন তারা। তার আশা নির্ধারিত সময়ের আগেই এই কমিশন তাদের কাজ শেষ করতে পারবে।

কমিশন সূত্র বলছে, সংস্কার ইস্যুতে সুনির্দিষ্ট মতামতের জন্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে একটি ফরম পাঠানো হবে। এ ফরমে দলগুলো মতামত দেবে যে কোন কোন সংস্কার তারা এখনি চায় কিংবা কোনগুলো তারা পরে বাস্তবায়ন করতে আগ্রহী।

আগামী মাসের মাঝামাঝি দলগুলো ও জোটের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন আলাদা আলাদা বৈঠক শুরু করতে পারে বলে জানা গেছে।

সংবিধান, নির্বাচনি ব্যবস্থা, বিচারবিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রথম দফায় যে ছয়টি কমিশন গঠন করেছে সেই কমিশনগুলোর প্রধানদের নিয়েই জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এর প্রধান প্রধান উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার কতটা হওয়া দরকার এ নিয়ে বড় দুটি দল বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে তীব্র মতপার্থক্য রয়েছে, যা দলটির নেতারা প্রকাশ্যেই বলে আসছেন।

বিএনপি বরাবরই জরুরি সংস্কারগুলো বাস্তবায়নের পাশাপাশি যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি করে আসছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতাদের বক্তব্য-বিবৃতিতে ‘আগে সংস্কার, পরে নির্বাচন’ নীতিই উঠে এসেছে। ইতোমধ্যে সরকারের কাছেও তারা তা উপস্থাপন করেছেন।

এমন প্রেক্ষাপটে গত ১৫ই ফেব্রুয়ারি ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর প্রথম বৈঠকে কয়েকটি দল বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টগুলো পূর্ণাঙ্গ পর্যালোচনার জন্য এগুলোর ‘হার্ড কপি’ দেওয়ার প্রস্তাব করেছিল।

সে আলোকে কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যেই সব দলের কাছেই রিপোর্টগুলোর কপি পাঠানো হয়েছে। তারা এগুলো পর্যালোচনার কাজ শুরু করেছে বলে জানিয়েছে কয়েকটি দল।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন সরকারের কাছ থেকে পাওয়া প্রতিবেদন পর্যালোচনার পর তারা কমিশনের কাছে তাদের মতামত জানাবেন। তাতে যেসব বিষয় এখনি বাস্তবায়নের জন্য ঐকমত্য হবে সেগুলো করা হবে। আর যেগুলো নিয়ে এখনি ঐকমত্য হবে না, সেগুলোর বিষয়ে নির্বাচনের পর সংসদে আলোচনা-পর্যালোচনা করে সিদ্ধান্ত হবে–– এটিই আমাদের অবস্থান বলে জানিয়েছেন তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, তারাও সরকারের পাঠানো সংস্কার প্রতিবেদনগুলোর কপি পেয়েছেন। রিপোর্টগুলো রাজনৈতিক দলগুলোকে দেওয়ার জন্য আমরা আগেই প্রস্তাব দিয়েছিলাম। সেটি আমরা এখন পর্যালোচনা করছি। এরপর যখন কমিশনের সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক হবে তখন আমরা আমাদের অভিমত তাদের জানিয়ে দেব।

গোলাম পরওয়ার বলেন, তারা এখন বিভিন্ন কমিশন তাদের প্রতিবেদনে যেসব সুপারিশ করেছে সেগুলোর সঙ্গে তাদের দলীয় প্রস্তাব পর্যালোচনা করে দেখছেন। এর ভিত্তিতেই তারা কমিশনের সঙ্গে বৈঠকে উত্থাপনের জন্য তাদের প্রস্তাবগুলো চূড়ান্ত করবেন।

জামায়াতে ইসলামী নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়নের পক্ষে তাদের মত দিয়ে আসছে। এর ফলে সংবিধানসহ আরও কিছু ক্ষেত্রে সংস্কার বাস্তবায়নের জন্য চূড়ান্তভাবে কী সিদ্ধান্ত নেওয়া হয় -তার প্রতি অনেকের আগ্রহ আছে।

আবার জামায়াতের অবস্থানের সঙ্গে মিল আছে আন্দোলনকারী ছাত্রদের সংগঠক জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও। এ ক্ষেত্রে তারা যুক্তি হিসেবে দেখাতে চান যে, সংস্কার শেষ না করে নির্বাচন হলে রাজনীতি আবার পুরো ধারাতেই ফিরে যাবে।

অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের একটি প্রস্তাবও মাঠে আছে। বিশেষ করে জামায়াত ও আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাবকে সমর্থন করা হচ্ছে। আবার এটি তীব্রভাবে বিরোধিতা করছে বিএনপি।

প্রসঙ্গত, গত ১৫ই ফেব্রুয়ারি অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার প্রশ্নে একটি সনদ তৈরির লক্ষ্য নিয়ে যে সূচনা বৈঠক করেছিলো তাতে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ এখনকার সক্রিয় দলগুলো যোগ দিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসবে ঐকমত্য কমিশন

আপডেট টাইম : ০৭:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

সংস্কার ইস্যুতে সবার ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই চার্টার’ ঘোষণা করতে চায় অন্তর্বর্তী সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মার্চ মাসের শুরুতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের লিখিত কপিও এরইমধ্যে দলগুলোর কাছে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে, প্রতিবেদন পর্যালোচনা করে এবং নিজেদের মধ্যে আলাপের পরই তারা মতামত জানাবে।

বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন, তারা এখন এসব প্রতিবেদন পর্যালোচনা করছে। এরপর কমিশনের সঙ্গে তাদের বৈঠক হবে। তখন বিভিন্ন ক্ষেত্রে সংস্কার বিষয়ে নিজেদের অবস্থান তারা তুলে ধরবে।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, দ্রুতই দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ক্ষেত্রগুলো চিহ্নিত করবেন তারা। তার আশা নির্ধারিত সময়ের আগেই এই কমিশন তাদের কাজ শেষ করতে পারবে।

কমিশন সূত্র বলছে, সংস্কার ইস্যুতে সুনির্দিষ্ট মতামতের জন্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে একটি ফরম পাঠানো হবে। এ ফরমে দলগুলো মতামত দেবে যে কোন কোন সংস্কার তারা এখনি চায় কিংবা কোনগুলো তারা পরে বাস্তবায়ন করতে আগ্রহী।

আগামী মাসের মাঝামাঝি দলগুলো ও জোটের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন আলাদা আলাদা বৈঠক শুরু করতে পারে বলে জানা গেছে।

সংবিধান, নির্বাচনি ব্যবস্থা, বিচারবিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রথম দফায় যে ছয়টি কমিশন গঠন করেছে সেই কমিশনগুলোর প্রধানদের নিয়েই জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এর প্রধান প্রধান উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার কতটা হওয়া দরকার এ নিয়ে বড় দুটি দল বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে তীব্র মতপার্থক্য রয়েছে, যা দলটির নেতারা প্রকাশ্যেই বলে আসছেন।

বিএনপি বরাবরই জরুরি সংস্কারগুলো বাস্তবায়নের পাশাপাশি যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি করে আসছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতাদের বক্তব্য-বিবৃতিতে ‘আগে সংস্কার, পরে নির্বাচন’ নীতিই উঠে এসেছে। ইতোমধ্যে সরকারের কাছেও তারা তা উপস্থাপন করেছেন।

এমন প্রেক্ষাপটে গত ১৫ই ফেব্রুয়ারি ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর প্রথম বৈঠকে কয়েকটি দল বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টগুলো পূর্ণাঙ্গ পর্যালোচনার জন্য এগুলোর ‘হার্ড কপি’ দেওয়ার প্রস্তাব করেছিল।

সে আলোকে কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যেই সব দলের কাছেই রিপোর্টগুলোর কপি পাঠানো হয়েছে। তারা এগুলো পর্যালোচনার কাজ শুরু করেছে বলে জানিয়েছে কয়েকটি দল।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন সরকারের কাছ থেকে পাওয়া প্রতিবেদন পর্যালোচনার পর তারা কমিশনের কাছে তাদের মতামত জানাবেন। তাতে যেসব বিষয় এখনি বাস্তবায়নের জন্য ঐকমত্য হবে সেগুলো করা হবে। আর যেগুলো নিয়ে এখনি ঐকমত্য হবে না, সেগুলোর বিষয়ে নির্বাচনের পর সংসদে আলোচনা-পর্যালোচনা করে সিদ্ধান্ত হবে–– এটিই আমাদের অবস্থান বলে জানিয়েছেন তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, তারাও সরকারের পাঠানো সংস্কার প্রতিবেদনগুলোর কপি পেয়েছেন। রিপোর্টগুলো রাজনৈতিক দলগুলোকে দেওয়ার জন্য আমরা আগেই প্রস্তাব দিয়েছিলাম। সেটি আমরা এখন পর্যালোচনা করছি। এরপর যখন কমিশনের সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক হবে তখন আমরা আমাদের অভিমত তাদের জানিয়ে দেব।

গোলাম পরওয়ার বলেন, তারা এখন বিভিন্ন কমিশন তাদের প্রতিবেদনে যেসব সুপারিশ করেছে সেগুলোর সঙ্গে তাদের দলীয় প্রস্তাব পর্যালোচনা করে দেখছেন। এর ভিত্তিতেই তারা কমিশনের সঙ্গে বৈঠকে উত্থাপনের জন্য তাদের প্রস্তাবগুলো চূড়ান্ত করবেন।

জামায়াতে ইসলামী নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়নের পক্ষে তাদের মত দিয়ে আসছে। এর ফলে সংবিধানসহ আরও কিছু ক্ষেত্রে সংস্কার বাস্তবায়নের জন্য চূড়ান্তভাবে কী সিদ্ধান্ত নেওয়া হয় -তার প্রতি অনেকের আগ্রহ আছে।

আবার জামায়াতের অবস্থানের সঙ্গে মিল আছে আন্দোলনকারী ছাত্রদের সংগঠক জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও। এ ক্ষেত্রে তারা যুক্তি হিসেবে দেখাতে চান যে, সংস্কার শেষ না করে নির্বাচন হলে রাজনীতি আবার পুরো ধারাতেই ফিরে যাবে।

অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের একটি প্রস্তাবও মাঠে আছে। বিশেষ করে জামায়াত ও আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাবকে সমর্থন করা হচ্ছে। আবার এটি তীব্রভাবে বিরোধিতা করছে বিএনপি।

প্রসঙ্গত, গত ১৫ই ফেব্রুয়ারি অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার প্রশ্নে একটি সনদ তৈরির লক্ষ্য নিয়ে যে সূচনা বৈঠক করেছিলো তাতে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ এখনকার সক্রিয় দলগুলো যোগ দিয়েছিল।