ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আসুন, নতুন করে আরেকটা সংগ্রাম শুরু করি: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গন বা সাংস্কৃতিক অঙ্গনকে বলুন বা সুশাসন প্রতিষ্ঠা করার সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ। আসুন, আমরা সেই লক্ষ্যে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি।’

আজ রবিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত শহরের জেলাস্কুল মাঠে ‘জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

উদ্বোধনী খেলায় পঞ্চগড় জেলা বিএনপি দল ও দিনাজপুর জেলা বিএনপি দল অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে বিএনপির দল অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘যেভাবে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ তৈরি করে দিল, সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে খেলাধুলা-সংস্কৃতি, আমাদের সামাজিকজীবন, শিক্ষা-স্বাস্থ্যক্ষেত্রে, সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এটা একটা ইউনিক ব্যাপার, একটা রাজনৈতিক দল (বিএনপি), সে আজকে নেতৃত্ব দিচ্ছে ক্রীড়াঙ্গনে এবং সারা বাংলাদেশে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, তার অত্যন্ত মনিটরিংয়ে ও দিক নির্দেশনায় আজকে আমিনুল তার সহযোগীদের নিয়ে এই টুর্নামেন্ট দেশব্যাপী করছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আজকে যে নামে টুর্নামেন্টটা হচ্ছে, জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেকে চেনে, আবার অনেকে জানে না আমাদের ছোট তরুণ প্রজন্ম। জিয়াউর রহমান এই বাংলাদেশে গণতন্ত্র এনেছেন এবং এই দেশের আমূল পরিবর্তন এনেছেন। মাঠে খেলাধুলার ক্ষেত্রে তার যে অত্যন্ত হস্তক্ষেপ ছিল উন্নত করার জন্য। সেটা আমরা আজও মনে করি, সেই জিয়াউর রহমানকে মনে করি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, পল্লী ও সমবায়বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সৈয়দ রুম্মন বিল ওয়ালী সাব্বিরসহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আসুন, নতুন করে আরেকটা সংগ্রাম শুরু করি: মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৭:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গন বা সাংস্কৃতিক অঙ্গনকে বলুন বা সুশাসন প্রতিষ্ঠা করার সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ। আসুন, আমরা সেই লক্ষ্যে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি।’

আজ রবিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত শহরের জেলাস্কুল মাঠে ‘জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

উদ্বোধনী খেলায় পঞ্চগড় জেলা বিএনপি দল ও দিনাজপুর জেলা বিএনপি দল অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে বিএনপির দল অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘যেভাবে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ তৈরি করে দিল, সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে খেলাধুলা-সংস্কৃতি, আমাদের সামাজিকজীবন, শিক্ষা-স্বাস্থ্যক্ষেত্রে, সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এটা একটা ইউনিক ব্যাপার, একটা রাজনৈতিক দল (বিএনপি), সে আজকে নেতৃত্ব দিচ্ছে ক্রীড়াঙ্গনে এবং সারা বাংলাদেশে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, তার অত্যন্ত মনিটরিংয়ে ও দিক নির্দেশনায় আজকে আমিনুল তার সহযোগীদের নিয়ে এই টুর্নামেন্ট দেশব্যাপী করছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আজকে যে নামে টুর্নামেন্টটা হচ্ছে, জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেকে চেনে, আবার অনেকে জানে না আমাদের ছোট তরুণ প্রজন্ম। জিয়াউর রহমান এই বাংলাদেশে গণতন্ত্র এনেছেন এবং এই দেশের আমূল পরিবর্তন এনেছেন। মাঠে খেলাধুলার ক্ষেত্রে তার যে অত্যন্ত হস্তক্ষেপ ছিল উন্নত করার জন্য। সেটা আমরা আজও মনে করি, সেই জিয়াউর রহমানকে মনে করি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, পল্লী ও সমবায়বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সৈয়দ রুম্মন বিল ওয়ালী সাব্বিরসহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।