ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০০:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২ বার

টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেনসহ (৫৪) তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক- এল -এর ১০ নম্বর রোডের ২৫০১ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রবিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মামলার এজাহারভুক্ত আসামি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী ও মামলার সন্দেহভাজন আসামি সাবেক এমপি ছানোয়ার হোসেন ও আবু মুসা আনসারী। গ্রেপ্তার ছানোয়ারকে রবিবার দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

ভাটারা থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানার জে ব্লকের ৯ নম্বর রোডের সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা করেন। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, বিনা ভোটে নির্বাচিত টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তারের খবরে শহরে আনন্দ উৎসব হচ্ছে। আশা করি, অতি দ্রুত বিচার করে তাকে শাস্তির আওতায় আনা হবে।

এদিকে, ছানোয়ার হোসেনের গ্রেপ্তারের খবর টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লাভলু মিয়া লাবুর নেতৃত্বে আনন্দ মিছিল ও শহরের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:০০:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেনসহ (৫৪) তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক- এল -এর ১০ নম্বর রোডের ২৫০১ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রবিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মামলার এজাহারভুক্ত আসামি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী ও মামলার সন্দেহভাজন আসামি সাবেক এমপি ছানোয়ার হোসেন ও আবু মুসা আনসারী। গ্রেপ্তার ছানোয়ারকে রবিবার দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

ভাটারা থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানার জে ব্লকের ৯ নম্বর রোডের সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা করেন। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, বিনা ভোটে নির্বাচিত টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তারের খবরে শহরে আনন্দ উৎসব হচ্ছে। আশা করি, অতি দ্রুত বিচার করে তাকে শাস্তির আওতায় আনা হবে।

এদিকে, ছানোয়ার হোসেনের গ্রেপ্তারের খবর টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লাভলু মিয়া লাবুর নেতৃত্বে আনন্দ মিছিল ও শহরের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়।