ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নুরে আলমকে এজলাসে উঠতে দিচ্ছেন না আইনজীবীরা। একটি মামলায় আসামির জামিন নামঞ্জুর করা এবং আইনজীবীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে তাকে উঠতে দেওয়া হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এতে করেট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। জানা যায়, সাত দিন যাবৎ কারাগারে থাকা এক আসামির গত বৃহস্পতিবার জামিন আবেদন করেন আইনজীবী দিপু। ওইদিন মামলার বাদী সাক্ষী দিতে আসেন।শুনানি শেষে বিচারক মো. নুরে আলম তার জামিন নামঞ্জুর করেন। এ নিয়ে আইনজীবীদের সঙ্গে বিচারকের কথা-কাটাকাটি হয়। এরপর এজলাস থেকে নেমে যান বিচারক।
এদিকে আজ রবিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত খারাপ আচরণের অভিযোগ তুলে ওই বিচারককে প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে মিছিল করেন কিছু আইনজীবী।এ ছাড়া বিচারক যাতে এজলাসে উঠতে না পারেন, এজন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এজলাসে অবস্থান নেন তারা।
এতে বিব্রতকর পরিস্থিতি এড়াতে বিচারক এজলাসে ওঠা থেকে বিরত রয়েছেন। ফলে এদিন এখন পর্যন্ত ওই আদালতে কোনো কার্যক্রম হয়নি।
এ সম্পর্কে ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মিরাজ উদ্দিন শিকদার বলেন, গত বৃহস্পতিবার একটি মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর আইনজীবীদের সঙ্গে কথা-কাটাকাটি হয় বিচারকের। এরপর বিচারক এজলাস থেকে নেমে যান।রবিবার এখন পর্যন্ত তিনি (বিচারক) এজলাসে ওঠেননি।