ইন্টারনেট জগতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডোমেইন ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম (আইডিএন) ডট বাংলা (.বাংলা) ব্যবহারের জন্য বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। ইন্টারনেট কর্পোরেশন অব এ্যাসাইন্ড নেমস এ্যান্ড নাম্বার’ (আইসিএএনএন)- বোর্ড সভায় বাংলাদেশকে এটি বরাদ্দ দেওয়া হয়েছে।
ইন্টারনেটে একটি রাষ্ট্রের জাতীয় পরিচয়ের স্বীকৃতি হিসেবে কাজ করে এই ডোমেইন। এটি বাংলা ভাষায় ওয়েব ঠিকানা বোঝাতে পারবে। তবে এর আগে ২০১২ সালেও এই ডোমেনটি ব্যবহারের অনুমতি পেলে পরে তা সক্রিয় করতে পারেনি বাংলাদেশ।