পটুয়াখালীর বাউফল উপজেলায় ক্রমবর্ধমান সহিংসতা, আইনশৃঙ্খলার চরম অবনতি ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৩ ফেব্রুয়ারি) শান্তি মিছিল, সমাবেশ এবং পরে থানায় শতাধিক অভিযোগ দায়ের করেন শিক্ষার্থীরা।
এদিন সকাল ১১টায় পাবলিক মাঠ থেকে শান্তি মিছিল শুরু হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও পাবলিক মাঠে এসে শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম সংগঠক আয়েশাতুন্নেসা বর্ষা। বক্তব্য দেন সংগঠক মুনতাসির তাসরিপ, মুহাম্মদ রুহুল আমীন, ফারহান রুপাইসহ আরো অনেকে।বক্তারা বাউফলে সাম্প্রতিক সহিংসতা, খুন, চাঁদাবাজি, দখলদারি ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান। প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করে তারা বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরো কার্যকর ও দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি।
সমাবেশ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা থানায় গিয়ে শতাধিক লিখিত অভিযোগ দাখিল করেন, যেখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।আন্দোলনকারীরা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে ভবিষ্যতে আরো ব্যাপক কর্মসূচির ঘোষণা করা হবে।
শান্তিপূর্ণ এই কর্মসূচিতে শিক্ষার্থী, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে। অন্যদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অভিযোগগুলো গুরুত্ব সহকারে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।