সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার চাচা ফয়জুল ইসলাম। শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে গুরুতর আহত খাদিজা।
রোববার স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে খাদিজার চাচা সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘সকালে চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন,
খাদিজার অবস্থার উন্নতি হচ্ছে, যদিও সেটি খুব ধীরে। আমরা এখনও আশাবাদী যে নার্গিস সুস্থ হয়ে বাড়ি ফিরবে।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ঘটনার মূল হোতা শাবির ছাত্রলীগ নেতা বদরুল আলমের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এর আগে খাদিজার মাথায় দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তার অবস্থা সম্পর্কে জানায় স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।
সংবাদ ব্রিফিংয়ে স্কয়ার হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ড. এ এম রেজাউল সাত্তার বলেন, ‘খাদিজা কনসাস নয়। তবে ব্যথা দিলে রেসপন্স করছে। ব্যথা দিয়ে দেখেছি, তাকাচ্ছে। ডান হাত ও পা নাড়াচ্ছে।’
তিনি বলেন, চিকিৎসা দিয়ে তাকে স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা চলছে। হয়তো এ যাত্রায় খাদিজা বেঁচে যাবেন।