ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লুটপাটের সঙ্গে দেশকে ভেঙে চুরমার করে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা: তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ৯ বার

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে লুটপাটের পাশাপাশি ভেঙে চুরমার করে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। বিএনপির দেওয়া ৩১ দফার ভিত্তিতে অবিলম্বে দেশকে মেরামত করা জরুরি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।

আগামীতে বিএনপির পক্ষ থেকে কৃষকদের উন্নয়ন ও কৃষিকাজে সকল ধরনের সহায়তা দেওয়া হবে। ফ্যামিলি ও ফার্মাস কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা ভর্তুকি, সার-বীজ, পরিবারের চিকিৎসা সেবাসহ যাবতীয় সুবিধা পাবেন। স্বাস্থ্যসেবায় বেশি সংখ্যায় মেয়েদের প্রশিক্ষণ দিয়ে এ খাতকে এগিয়ে নিতে হবে। দেশে ৭০ হাজার প্রশিক্ষিত নার্স আছে, অথচ চিকিৎসা খাতে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার বিদেশে চলে যায়—এটি বন্ধ করা দরকার।

ফ্যাসিস্ট হাসিনা সরকার হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এবং সেই টাকা লুটপাট করেছে। শ্রমিক ও মালিক এক হয়ে উন্নয়ন সাধন করতে হবে। বিএনপির দেওয়া রাষ্ট্র মেরামতের ৩১ দফা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং ভবিষ্যতে এটি বাস্তবায়ন করতে হবে। বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি চায়, এ দেশের শিক্ষিত তরুণ-তরুণীরা যেন বেকার না থাকে। অনার্স-মাস্টার্স পাস করা কেউ যেন তার পরিবারের কাছে বোঝা না হয়। এজন্য ন্যূনতম এক বছর বেকার ভাতা দেওয়া হবে, যাতে তারা এ সময়টায় চাকরি খোঁজার জন্য উপযুক্ত পরিবেশ পান। স্বাস্থ্যখাতের ব্যাপক উন্নয়নের লক্ষ্যে বাজেট বাড়িয়ে জিডিপির ৫ শতাংশ করা হবে। হার্টের পরীক্ষা-নিরীক্ষাসহ সামগ্রিক চিকিৎসার জন্য আমেরিকার চিকিৎসা পদ্ধতির আলোকে উপজেলা পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা বিস্তার করা হবে।

বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সাহিদ গার্ডেনে কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে ও জেলা বিএনপির ব্যবস্থাপনায় দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি। কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায়ের ৬ শতাধিক নেতা-কর্মী অংশ নেয়।

এদিন বিকেল সাড়ে ৪টায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রওনাকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।

কর্মশালায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা মহিলা দলের আহ্বায়ক রউফুন নাহার রিনা, সদর উপজেলা বিএনপির সভাপতি দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহমদ আলী, দর্শনা পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট, নাহারুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক তবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান জোয়ার্দ্দারসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কর্মশালায় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

লুটপাটের সঙ্গে দেশকে ভেঙে চুরমার করে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা: তারেক রহমান

আপডেট টাইম : ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে লুটপাটের পাশাপাশি ভেঙে চুরমার করে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। বিএনপির দেওয়া ৩১ দফার ভিত্তিতে অবিলম্বে দেশকে মেরামত করা জরুরি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।

আগামীতে বিএনপির পক্ষ থেকে কৃষকদের উন্নয়ন ও কৃষিকাজে সকল ধরনের সহায়তা দেওয়া হবে। ফ্যামিলি ও ফার্মাস কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা ভর্তুকি, সার-বীজ, পরিবারের চিকিৎসা সেবাসহ যাবতীয় সুবিধা পাবেন। স্বাস্থ্যসেবায় বেশি সংখ্যায় মেয়েদের প্রশিক্ষণ দিয়ে এ খাতকে এগিয়ে নিতে হবে। দেশে ৭০ হাজার প্রশিক্ষিত নার্স আছে, অথচ চিকিৎসা খাতে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার বিদেশে চলে যায়—এটি বন্ধ করা দরকার।

ফ্যাসিস্ট হাসিনা সরকার হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এবং সেই টাকা লুটপাট করেছে। শ্রমিক ও মালিক এক হয়ে উন্নয়ন সাধন করতে হবে। বিএনপির দেওয়া রাষ্ট্র মেরামতের ৩১ দফা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং ভবিষ্যতে এটি বাস্তবায়ন করতে হবে। বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি চায়, এ দেশের শিক্ষিত তরুণ-তরুণীরা যেন বেকার না থাকে। অনার্স-মাস্টার্স পাস করা কেউ যেন তার পরিবারের কাছে বোঝা না হয়। এজন্য ন্যূনতম এক বছর বেকার ভাতা দেওয়া হবে, যাতে তারা এ সময়টায় চাকরি খোঁজার জন্য উপযুক্ত পরিবেশ পান। স্বাস্থ্যখাতের ব্যাপক উন্নয়নের লক্ষ্যে বাজেট বাড়িয়ে জিডিপির ৫ শতাংশ করা হবে। হার্টের পরীক্ষা-নিরীক্ষাসহ সামগ্রিক চিকিৎসার জন্য আমেরিকার চিকিৎসা পদ্ধতির আলোকে উপজেলা পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা বিস্তার করা হবে।

বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সাহিদ গার্ডেনে কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে ও জেলা বিএনপির ব্যবস্থাপনায় দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি। কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায়ের ৬ শতাধিক নেতা-কর্মী অংশ নেয়।

এদিন বিকেল সাড়ে ৪টায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রওনাকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।

কর্মশালায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা মহিলা দলের আহ্বায়ক রউফুন নাহার রিনা, সদর উপজেলা বিএনপির সভাপতি দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহমদ আলী, দর্শনা পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট, নাহারুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক তবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান জোয়ার্দ্দারসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কর্মশালায় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান।