ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল : পরিকল্পনা মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬
  • ৫১০ বার

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ২০৩০ সালের মধ্যে বিশ্বে বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ।

শুক্রবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাঠাগার আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় যুব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। আমরা টেলিযোগাযোগ ও বিদ্যুৎ খাতে সাফল্য লাভের পর আইসিটি খাতে বিপ্লব ঘটাতে চলেছি। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন সকল ক্ষেত্রে আইসিটির সফল ব্যবহার ঘটিয়েছি। সরকারি অফিসে আমরা কাগজের ব্যবহার তুলে অললাইন ব্যবস্থা চালু করেছি। এখন সকল অফিসিয়াল কাজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে সকল সরকারি কাজের টেন্ডার অনলাইনে হবে। আমরা সকল ক্ষেত্রে আইসিটি বিপ্লব ঘটাতে চাই।

কুমিল্লা বিভাগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সময়ের ব্যাপার মাত্র। বলতে গেলে কুমিল্লা বিভাগতো হয়ে গেছে। বিপিএল এ খেলতে হলে বিভাগীয় দল লাগে। বিপিএল এ বিভাগীয় দল হিসেবেই তো কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, আইটি ব্যক্তিত্ব মোস্তফা জব্বার প্রমুখ।

সম্মেলনের আহ্বায়ক আরফানুল হক রিফাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ধান গবেষক ড. মাকসুদুল হক ও জাতীয় সুটার ইকবাল ইসলামসহ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল : পরিকল্পনা মন্ত্রী

আপডেট টাইম : ১১:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ২০৩০ সালের মধ্যে বিশ্বে বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ।

শুক্রবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাঠাগার আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় যুব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। আমরা টেলিযোগাযোগ ও বিদ্যুৎ খাতে সাফল্য লাভের পর আইসিটি খাতে বিপ্লব ঘটাতে চলেছি। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন সকল ক্ষেত্রে আইসিটির সফল ব্যবহার ঘটিয়েছি। সরকারি অফিসে আমরা কাগজের ব্যবহার তুলে অললাইন ব্যবস্থা চালু করেছি। এখন সকল অফিসিয়াল কাজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে সকল সরকারি কাজের টেন্ডার অনলাইনে হবে। আমরা সকল ক্ষেত্রে আইসিটি বিপ্লব ঘটাতে চাই।

কুমিল্লা বিভাগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সময়ের ব্যাপার মাত্র। বলতে গেলে কুমিল্লা বিভাগতো হয়ে গেছে। বিপিএল এ খেলতে হলে বিভাগীয় দল লাগে। বিপিএল এ বিভাগীয় দল হিসেবেই তো কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, আইটি ব্যক্তিত্ব মোস্তফা জব্বার প্রমুখ।

সম্মেলনের আহ্বায়ক আরফানুল হক রিফাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ধান গবেষক ড. মাকসুদুল হক ও জাতীয় সুটার ইকবাল ইসলামসহ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করা হয়।